Visva Bharati Agitation : বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে অবস্থানে বসল কংগ্রেস

author img

By

Published : Sep 1, 2021, 3:17 PM IST

Updated : Sep 1, 2021, 8:04 PM IST

congress joins students agitation at visva bharati university
বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে অবস্থানে বসল কংগ্রেস ()

বিশ্বভারতীর আন্দোলনকারী (Visva Bharati Agitation) পড়ুয়াদের সমর্থনে বোলপুরের দমকল বিভাগের সামনে অবস্থান মঞ্চ করল কংগ্রেস (Congress)। বহিস্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানোর দাবি জানিয়েছে তারা ৷

শান্তিনিকেতন, 1 সেপ্টেম্বর : বিশ্বভারতীর আন্দোলনকারী (Visva Bharati Agitation) পড়ুয়াদের সমর্থনে এ বার অবস্থান মঞ্চ তৈরি করল কংগ্রেস (Congress) । বোলপুরের দমকল বিভাগের সামনে অবস্থান মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতা কর্মীরা । তাদেরও একই দাবি, বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরাতে হবে ।

গত এক বছরে প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এ ছাড়াও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছ'মাসের জন্য সাসপেন্ড করা হয় । পরে সেই সাসপেনশন আরও তিন মাস বর্ধিত করা হয় । এই সময়কালে ওই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অধ্যাপকদের একটা বড় অংশ । কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর 27 অগস্ট রাত থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করা হয় ।

আরও পড়ুন: Visva Bharati Agitation : খাবার পাচ্ছি না, অভিযোগ ঘেরাও উপাচার্যের; দুধ-কলা পৌঁছে দিলেন পড়ুয়ারা

শান্তিনিকেতনে রাস্তার উপর দমকল বিভাগের কাছে অবস্থান মঞ্চ তৈরি করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস নেতা-কর্মীরা । হাতে ব্যানার-পোস্টার নিয়ে চলছে কংগ্রেসের বিক্ষোভ । তারা জানিয়েছে, আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ তারা চালিয়ে যাবে ৷

আরও পড়ুন : Viswa Bharati Agi : বিশ্বভারতীর উপাচার্য ঘেরাও কর্মসূচিকে সমর্থন এসএফআইয়ের

অবস্থান কংগ্রেসের ৷

কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিজেপি সরকার গৈরিকীকরণ শুরু করেছে । কোন আইনে পড়ুয়াদের বহিষ্কার করা হয়েছে, তা আমরা জানতে চাই ৷ উপাচার্য দিনের পর দিন বিশ্বভারতীটাকে শেষ করে দিচ্ছেন । আমরা সব স্তরের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ।"

আরও পড়ুন: Calcutta High Court : লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জোগান, বঞ্চিত কর্মচারীরা, ডিএ মামলায় কটাক্ষ আইনজীবীর

Last Updated :Sep 1, 2021, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.