ETV Bharat / state

নানুরে সেনাকর্মীর মায়ের মাথায় বাঁশের আঘাত, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

author img

By

Published : Jun 21, 2020, 1:25 AM IST

নানুর থানার কুমিরা গ্রামের বাসিন্দা সমাপ্তি পাল । তাঁর ছেলে সুকান্ত পাল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত । সমাপ্তিদেবীকে আজ প্রতিবেশী নন্দন পাল বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ । নন্দন সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ।

bolpur

বোলপুর, 20 জুন : রাস্তা নিয়ে বিবাদের জেরে মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হল । আক্রান্তের নাম সমাপ্তি পাল । অভিযুক্ত নন্দন পাল পেশায় সিভিক ভলান্টিয়ার । ঘটনা নানুর থানার কুমিরা গ্রামের । সমাপ্তিদেবীর ছেলে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত । জখম সমাপ্তিদেবী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনের রাস্তা ঘিরে দুই পরিবারের মধ্যে কয়েকদিন ধরে বিবাদ চলছিল । আজ নন্দন পালদের বাড়ির নোংরা জল ফের রাস্তায় চলে আসে । তার প্রতিবাদ করেন সমাপ্তি পাল । এই নিয়ে শুরু হয় বচসা । বচসা গড়ায় হাতাহাতিতে । এরপরই পেশায় সিভিক ভলান্টিয়ার নন্দন বাঁশ দিয়ে সমাপ্তিদেবীর স্বামী চাঁদগোপাল পালকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । স্বামীকে বাঁচাতে গিয়ে জখম হন সমাপ্তিদেবী নিজেও । বাঁশের আঘাতে তাঁর মাথা ফেটে যায় । প্রথমে তাঁকে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।


জখম সমাপ্তিদেবীর ননদ তিলোত্তমা পালের অভিযোগ, খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশকর্মীরা সমাপ্তিদেবীর বড় ছেলে সৌমেন পালকে ধরে নিয়ে যায় । অভিযোগ, নন্দন পাল নিজে সিভিক ভলান্টিয়ার বলে পুলিশ তাকে ধরেনি ।

হাসপাতালের শয্যায় শুয়ে সমাপ্তিদেবী বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক । যদিও এই বিষয়ে নানুর থানার OC মনোজ সিং বলেন, "আমি এখনই পুরো বিষয়টা সঠিকভাবে বলতে পারব না । তদন্ত শুরু হয়েছে । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.