ETV Bharat / state

Chandranath Sinha slams Bidyut Chakraborty: ভোট মরশুমে বিদ্যুৎকে রাজনীতির ময়দানে আহ্বান মন্ত্রীর

author img

By

Published : Jan 28, 2023, 7:07 PM IST

Chandranath Sinha invites Bidyut Chakraborty in Politics
বিদ্যুৎ চক্রবর্তীর সমালোচনায় সরব মন্ত্রী

এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে রাজনীতিতে নামার প্রস্তাব দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha invites Bidyut Chakraborty in Politics) ৷ কী বললেন তিনি ?

মন্ত্রীর নিশানায় উপাচার্য

বোলপুর, 28 জানুয়ারি: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এবার প্রত্যক্ষ রাজনীতির ময়দানে আহ্বান করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha invites Bidyut Chakraborty in Politics) ৷ তাঁর বক্তব্য, অমর্ত্য সেনের বিরোধিতা করতে গিয়ে আদাজল খেয়ে লেগেছেন উপাচার্য ! তার থেকে ভালো তিনি ভোটের ময়দানে আসুন ৷ রাজনীতির লড়াই লড়ুন ৷ সামনেই পঞ্চায়েত ভোট ৷ তিনি বরং প্রার্থী হয়ে যান ৷ তখন এইসব কথা ভালো মানাবে !

বিদ্যুতের বাণ: গত কয়েক দিনে অমর্ত্য সেন (Amartya Sen) বনাম বিদ্যুৎ চক্রবর্তীর বিবাদ চরমে উঠেছে ৷ কেউ কেউ বলছেন, একজন প্রথিতযশার বিরুদ্ধে আর একজন উচ্চশিক্ষিত এবং উচ্চপদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির এমন আচরণ নজিরবিহীন ! বিদ্যুতের প্রথম দাবি হল, অমর্ত্য সেন ও তাঁর পরিবার বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ! আর বিদ্যুতের দ্বিতীয় দাবি হল, অমর্ত্য সেনের পাওয়া নোবেল নাকি নোবেল নয় !

মন্ত্রীর জবাব: বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন করা হলে শনিবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "জমি বিতর্ক এভাবে মেটা সম্ভব নয় ৷ কার কতটা জমি, কোথায় রয়েছে, সেটা মাপামাপি করলেই বেরিয়ে আসবে ৷ কিন্তু, সেটা মোটেও বিতর্কের বিষয় নয় ৷ আসলে বিতর্কের কারণ রয়েছে অন্য জায়গায় ৷ অর্থনীতির নোবেল নাকি নোবেল নয় ! বিশ্বভারতীর উপাচার্য একথা বলছেন ৷ তাহলে সেটা খতিয়ে দেখা হোক ৷ বিশ্বভারতীর আচার্য তো দেশের প্রধানমন্ত্রী ৷ তিনি বিষয়টি খতিয়ে দেখুন !"

এরপর চন্দ্রনাথ বলেন, "আসলে দারিদ্র্য দূরীকরণ নিয়ে অমর্ত্য সেন কিছু কথা বলেছিলেন ৷ সেগুলি দেশের প্রধানমন্ত্রীর ভালো লাগেনি ৷ আর সেই কারণেই অমর্ত্য সেনকে এভাবে পদে পদে অপমান করা হচ্ছে ৷" চন্দ্রনাথের স্পষ্ট বার্তা, বিদ্যুতের আচরণ কোনও শিক্ষাবিদ বা উপাচার্যের মতো নয় ৷ বরং, তার সঙ্গে রাজনৈতিক নেতাদের আচরণের অনেক মিল রয়েছে ৷ আর সেই কারণেই আসন্ন ভোট মরশুমে বিদ্যুৎ চক্রবর্তীকে ভোটের ময়দানে নেমে অমর্ত্যের উপর রাজনৈতিক আক্রমণ শানানোর পরামর্শ দিয়েছেন চন্দ্রনাথ সিনহা !

আরও পড়ুন: 'বিদ্যুৎ চক্রবর্তী পাগল, ওঁকে তাড়িয়ে দেওয়া উচিত !' তোপ ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.