ETV Bharat / state

Amit Shah Rally: কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীকে চিনতে পারল না রাজ্যের পুলিশ ! শাহি সভার আগে বাধার মুখে প্রতিমা

author img

By

Published : Apr 14, 2023, 5:58 PM IST

Centre Minister of State Pratima Bhoumik is prevented by Bengal Police before Amit Shah Rally in Suri
বাংলায় এসে বিব্রত ত্রিপুরার সাংসদ তথা ভারতের রাষ্ট্রমন্ত্রী

বাংলায় এসে বিব্রত হতে হল ত্রিপুরার সাংসদ তথা ভারত সরকারের ন্য়ায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিককে ৷ তাঁকে চিনতে না পেরে অমিত শাহের কাছে যেতে বাধা দিল বাংলার পুলিশ !

বাধার মুখে প্রতিমা ভৌমিক

সিউড়ি, 14 এপ্রিল: তিনি ত্রিপুরার বিজেপি সাংসদ এবং ভারত সরকারের ন্য়ায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ অথচ তাঁকেই চিনতে পারল না বাংলার পুলিশ ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় যোগ দিতে এসে চরম অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকতে হল প্রতিমা ভৌমিককে ! যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনও উত্তর দিতে রাজি হননি তিনি ৷

পূর্ব নির্ধারিত সূচি মেনে দু'দিনের সফরে শুক্রবারই বাংলায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই কর্মসূচিতে যোগ দিতে এ রাজ্যে এসেছিলেন প্রতিমাও ৷ কিন্তু, কর্তব্যরত পুলিশকর্মীরা কেউ তাঁকে চিনতেই পারেননি ! যার জেরে সিউড়ির সার্কিট হাউসে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ এর জেরে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি ৷ বেশ কিছুক্ষণ বচসাও চলে ৷ পরে অবশ্য প্রতিমার পরিচয় পেতেই ভুল শুধরে নেয় পুলিশ ৷ দ্রুত তাঁকে অমিত শাহের কাছে পৌঁছে দেওয়া হয় ৷

এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা ৷ প্রশ্ন উঠছে, অমিত শাহের মতো হেভিওয়েটের সভায় কারা কারা আসবেন, তা নিয়ে কেন আগে থেকে ওয়াকিবহাল ছিলেন না কর্তব্যরত পুলিশকর্মী ও আধিকারিকরা ! কেন তাঁরা প্রতিমা ভৌমিককে চিনতে পারলেন না, তা অনেকেরই বোধগম্য হচ্ছে না ৷ যদিও পুলিশের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও উচ্চবাচ্য করা হয়নি ৷

আরও পড়ুন: দিল্লিতে কোভিড বাড়লেও মাস্ক ছাড়াই বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সমালোচনা তৃণমূলের

প্রসঙ্গত, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিউড়ির চাঁদমারি মাঠে হেলিকপ্টার থেকে নেমে সোজা সার্কিট হাউসে যান ৷ সেখানে তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ৷ সেই সময়েই সার্কিট হাউসে ঢুকতে যান প্রতিমা ৷ কিন্তু, তাঁকে আটকে দেওয়া হয় ৷ পরবর্তীতে অবশ্য পুলিশই প্রতিমাকে অমিত শাহের কাছে পৌঁছে দেয় ৷ এদিনের সভায় অমিত শাহ বক্তৃতা দেওয়ার আগে প্রতিমা সেই মঞ্চে ভাষণও দেন ৷ ত্রিপুরার মতোই বাংলাতেও বিজেপির সরকার গঠনের ডাক দেন তিনি ৷ এদিনের সভামঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ও শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ হাজির ছিলেন শুভেন্দু ও সুকান্তও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.