ETV Bharat / state

WB Cattle Smuggling Case: কালো টাকা সাদা হল কীভাবে ? ব্যাংক ম্যানেজারের বয়ান রেকর্ড সিবিআইয়ের

author img

By

Published : Jan 6, 2023, 4:23 PM IST

Updated : Jan 6, 2023, 4:32 PM IST

বীরভূমের (Birbhum) সিউড়ির (Suri) একটি সমবায় ব্যাংকের (Co-operative Bank) ম্যানেজারের বয়ান রেকর্ড করল সিবিআই (CBI) ৷ শুক্রবার নিজাম প্য়ালেসে (Nizam Palace) ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হয় ৷

CBI Recorded Bank Manager Interrogation in WB Cattle Smuggling Case
প্রতীকী ছবি ৷

কলকাতা, 6 জানুয়ারি: রাজ্য়ে গরুপাচার কাণ্ডের (WB Cattle Smuggling Case) তদন্তে নেমে এবার একটি সমবায় ব্য়াংকের ম্য়ানেজারের বয়ান রেকর্ড করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) বা সিবিআই (CBI) ৷ ওই ব্য়াংক ম্য়ানেজারের নাম অভিজিৎ সামন্ত ৷ তিনি বীরভূমের (Birbhum) সিউড়ির (Suri) একটি সমবায় ব্যাংকে (Co-operative Bank) কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে ৷ শুক্রবার দুপুরে কলকাতার নিজাম প্য়ালেসের (Nizam Palace) দফতরে তাঁর বয়ান রেকর্ড করেন সিবিআই গোয়েন্দারা ৷

উল্লেখ্য, গরুপাচারের তদন্তে নিযুক্ত সিবিআই ও ইডি আধিকারিকদের দাবি, গরুপাচারের কোটি কোটি কালো টাকা (Black Money) অসৎ উপায়ে সাদা (White Money) করা হয়েছে ৷ সূত্রের খবর, সেই দাবির প্রেক্ষিতেই শুক্রবার অভিজিৎ সামন্তকে ডেকে পাঠানো হয়েছিল ৷ নির্দিষ্ট সময় তিনি বীরভূম থেকে কলকাতা পৌঁছে যান ৷ নিজাম প্যালেসে সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার যে দফতর রয়েছে, সেই কার্যালয়েই অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এই প্রক্রিয়া চলাকালীনই অভিজিতের বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা ৷ ব্য়াংকের তরফে বেশ কিছু নথি সিবিআইকে জমা দেন অভিজিৎ ৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিজিতের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন: জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর

সূত্রের দাবি, তদন্তে নেমে সিবিআই গোয়েন্দারা জানতে পেরেছেন, গরুপাচারের কালো টাকা সাদা করতে বীরভূমেরই একটি সমবায় ব্যাংককে ব্যবহার করা হয়েছে ৷ সেই তথ্য়ের ভিত্তিতে বৃহস্পতিবার সিবিআই গোয়েন্দারা বীরভূমের সিউড়ির একটি সমবায় ব্যাংকে হাজির হন ৷ সেখানে মোট 177টি সন্দেহজনক অ্য়াকাউন্টের হদিশ মেলে ৷ সিবিআইয়ের অনুমান, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমেই কালো টাকা সাদা করা হয়েছে ৷ এই 177টি ব্যাংক অ্য়াকাউন্টের নথিতে একাধিক ব্যক্তির স্বাক্ষর রয়েছে ৷ কিন্তু, সেগুলি আসল না জাল, তা নিয়ে ধন্ধে রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ যদি সেগুলি নকল হয়, তাহলে বুঝতে হবে বেআইনি কারবার চালানোর জন্য বহু মানুষের সই জাল করা হয়েছিল ।

এই প্রেক্ষাপটেই সংশ্লিষ্ট ব্যাংকের ম্য়ানেজারকে কলকাতায় ডেকে পাঠান গোয়েন্দারা ৷ সেই মতোই এদিন নিজাম প্যালেসে হাজির হন অভিজিৎ সামন্ত ৷

Last Updated : Jan 6, 2023, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.