ETV Bharat / state

Bagtui Massacre Probe : বগটুই কাণ্ডে সিবিআইয়ের জালে আরও এক, মোট গ্রেফতার 28

author img

By

Published : Apr 14, 2022, 12:05 PM IST

Updated : Apr 14, 2022, 12:14 PM IST

একের পর এক অভিযুক্তদের ধরছে সিবিআই ৷ 21 মার্চ তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুন এবং তারপর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ আদালতের নির্দেশে এই দু'টি ঘটনারই তদন্ত করছে সিবিআই (Bagtui Massacre Probe ) ৷

CBI Arrests Bagtui Massacre Accused
বগটুই কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার

রামপুরহাট, 14 এপ্রিল : আরও একজনকে গ্রেফতার করল সিবিআই ৷ বগটুই কাণ্ডে বৃহস্পতিবার এই গ্রেফতারির পর ধৃতের সংখ্যা দাঁড়াল 28 ৷ আজ গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম রীতম শেখ ৷ সে বগটুই গ্রামেরই বাসিন্দা (CBI arrests one more person in connection with Rampurhat Bagtui Massacre) ।

বগটুই গ্রামে 9 জনকে পুড়িয়ে মারার ঘটনায় 21 জনের নামে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করা হয় । এফআইআর লিস্টে নাম না থাকলেও এই ঘটনায় রামপুরহাট 1 নং ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ । পরে সিবিআই এই ঘটনার তদন্তেভার নেয় ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বগটুই গ্রাম থেকে সমীর শেখকে গ্রেফতার করে । তাকে জেরা করে বাপ্পা শেখ, সাবু শেখ-সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই । মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাদের মুম্বই থেকে গ্রেফতার করা হয় । ঘটনার পর পরই অভিযুক্তরা মুম্বইয়ে পালিয়ে গিয়েছিল । বগটুইয়ে আগুন লাগিয়ে গণহত্যার ঘটনায় এদের নাম রয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : CBI in Bagtui Massacre Probe : বগটুইকাণ্ডে সিবিআইয়ের জালে আরও এক, ধৃত বেড়ে 5

প্রসঙ্গত উল্লেখ্য, গত 21 মার্চ সন্ধেয় রামপুরহাটের বগটুই মোড়ে আড্ডা দিচ্ছিলেন রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ । সেই সময় পিছন থেকে এসে বোমা মেরে তাঁকে খুন করে কয়েকজন দুষ্কৃতী । উপপ্রধানের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম ৷ ওইদিন সোমবার রাতে বগটুই গ্রামের 8-10টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ।

পরের দিন একটি বাড়ি থেকেই সাতজনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট দমকল বাহিনী । পরে হাসপাতালে মারা যান আরও দু'জন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিট গঠন হয়ে তড়িঘড়ি তদন্ত আরম্ভ হয় । কিন্তু তিন দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্যতম মূল অভিযুক্ত আনারুল হোসেনকে তারাপীঠ থেকে গ্রেফতার করে পুলিশ ৷

8 এপ্রিল রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 6 জনের পলিগ্রাফ পরীক্ষার জন্য রামপুরহাট মহকুমা আদালতে আবেদন করেছিল সিবিআই। বুধবার, 13 এপ্রিল আনারুল হোসেনকে পলিগ্রাফ পরীক্ষার সম্মতির জন্য রামপুরহাট আদালতে তোলা হয় । সিবিআই তদন্তে সবরকম সহযোগিতা করতে চান বলে জানান আনারুল ৷ বিচারক আগামী 21 এপ্রিল পর্যন্ত তার পলিগ্রাফ পরীক্ষায় স্থগিতাদেশ দিয়েছেন ।

আরও পড়ুন : Polygraph Test At Bagtui : বগটুই হত্যা কাণ্ডে আনরুলের পলিগ্রাফ টেষ্টে স্থগিতাদেশ দিল রামপুরহাট আদালত

Last Updated : Apr 14, 2022, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.