ETV Bharat / state

নাবালিকাকে ধর্ষণ করে খুন, যুবককে ফাঁসির সাজা দিল বোলপুর আদালত

author img

By

Published : Mar 5, 2021, 6:32 PM IST

2018 সালের 12 এপ্রিল লাভপুরের মউ গ্রামে দুপুরবেলা এক নাবালিকা ফাঁকা ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে গ্রামের যুবক আসগর চৌধুরী (24)। ঘটনার দিনই মৃত্যু হয় ওই নাবালিকার। এরপরেই লাভপুর থানায় মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ আসগর চৌধুরী ও তার বাবা-মাকে গ্রেফতার করে।

অভিযুক্ত আসগর চৌধুরী
অভিযুক্ত আসগর চৌধুরী

বোলপুর, 5 মার্চ : নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে এক যুবককে ফাঁসির সাজা দিল বোলপুর আদালত। 2018 সালের 12 এপ্রিল লাভপুরে এক নাবালিকাকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে আসগর চৌধুরী নামে এক যুবক। নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মামলা রুজু করে।

আরও পড়ুন : স্কুল পড়ুয়াদের দিয়ে দলীয় প্রচার তৃণমূলের, বিতর্ক

2018 সালের 12 এপ্রিল লাভপুরের মউ গ্রামে দুপুরবেলা এক নাবালিকা ফাঁকা ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে গ্রামের যুবক আসগর চৌধুরী (24)। ঘটনার দিনই মৃত্যু হয় ওই নাবালিকার। এরপরেই লাভপুর থানায় মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ আসগর চৌধুরী ও তার বাবা-মাকে গ্রেফতার করে। পকসো 6, এবং আইপিসি 376-এ, 302 ও 506 ধারায় মামলা রুজু করে পুলিশ । বিচার পক্রিয়া চলাকালীন অভিযুক্ত পুলিশি হেফাজতেই ছিল । 2018 সালের 6 জুলাই আসগর চৌধুরীর নামে চার্জশিট জমা দেয় পুলিশ।

আরও পড়ুন : টিকা নিয়ে মৃত্যু ভোটকর্মীর, বিস্তারিত রিপোর্ট তলব কমিশনের

গতকাল বোলপুর আদালতে আসগর চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন বিচারক । এদিন বোলপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা এজলাসের বিচারক সুজয় সেনগুপ্ত অভিযুক্তকে ফাঁসির সাজা দেন। ঘটনার সঙ্গে কোন সম্পর্ক না থাকার ভিত্তিতে অভিযুক্তের বাবা ও মাকে বেকসুর খালাস করে দেন বিচারক। ফাঁসির সাজা দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারকে নিহতের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক। মামলার সরকারি পক্ষের আইনজীবী তপন দাশ বলেন, "ধর্ষণ করে খুন করার জন্য অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক ফাঁসির সাজা ঘোষণা করেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.