ETV Bharat / state

Visva Bharati University: ফের বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব অনুপম, এবার হাতিয়ার জাতীয় তফসিলি উপজাতি কমিশনের চিঠি

author img

By

Published : Jul 16, 2023, 7:09 PM IST

ETV Bharat
ফাইল ছবি

এক আদিবাসী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি পাঠিয়েছে জাতীয় তফসিলি উপজাতি কমিশন ৷ এই চিঠির প্রেক্ষিতে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷

বোলপুর, 16 জুলাই: ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ৷ রবিবার বিশ্বভারতী কর্তৃপক্ষের উদ্দেশ্যে লেখা জাতীয় তফসিলি উপজাতি কমিশনের একটি চিঠিকে হাতিয়ার করে একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, 'বিশ্বভারতীতে বিদ্যুৎ বিভ্রাট ৷ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আরেকটি নোটিশ জারি করল ন্যাশনাল এসটি কমিশন ৷' উল্লেখ্য, গবেষণা জন্য আবেদনকারী আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীকে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগে বিশ্বভারতীর উপাচার্যের রিপোর্ট তলব করেছে জাতীয় তফসিলি উপজাতি কমিশন । 11 জুলাই সেই চিঠি পাঠানো হয় ৷

এই চিঠিকেই হাতিয়ার করেছেন অনুপম ৷ 15 দিনের মধ্যে রিপোর্ট পেশ না-করলে ভারতীয় সংবিধানের 338 এ ধারায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সেই চিঠিতে সমন জারি করার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন । প্রসঙ্গত, বিশ্বভারতীর পরিদর্শক খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । যিনি নিজেও একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ সেই বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকার পয়লা নম্বরে নাম থাকলেও আদিবাসী ছাত্রী পাপিয়া মাড্ডিকে গবেষণার জন্য নেওয়া হয়নি এবং এই বিষয়ে একাধিকবার বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েও কোনও উত্তর আসেনি বলে অভিযোগ সংশ্লিষ্ট ছাত্রীর ।

বিশ্বভারতীর শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তরে উত্তীর্ণ হন পাপিয়া মাড্ডি । পরে এম ফিলও করেন তিনি ৷ পাপিয়া হুগলি জেলার হরিপাল থানার চক চণ্ডীনগর গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, গবেষণা করার জন্য তিনি শিক্ষা বিভাগে আবেদন করেন । সেই মতো তফসিলি উপজাতির সংরক্ষণ অনুযায়ী মেধা তালিকায় 1 নম্বরে নাম ছিল তাঁর । তা সত্ত্বেও তাঁকে নানা অজুহাতে বাদ দিয়ে দেওয়া হয় । অর্থাৎ, গবেষণার জন্য তাঁকে নেওয়া হয়নি ।

কেন তাঁকে নেওয়া হল না, তা জানতে চেয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী থেকে শুরু করে ভারপ্রাপ্ত কর্মসচিব, বিভাগীয় প্রধানকে তিন থেকে চারটি চিঠি দেন পাপিয়া । তাঁর আরও অভিযোগ, একটি চিঠিরও উত্তর দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকি, শিক্ষা বিভাগের এক অধ্যাপিকা তাঁর সঙ্গে দুর্ব্যবহার পর্যন্ত করেন ৷ এরপর ওই ছাত্রী জাতীয় তফসিলি উপজাতি কমিশনে বিস্তারিত জানিয়ে চিঠি দেন । এই প্রসঙ্গে পাপিয়া মাড্ডি বলেন, "আমার নাম 1 নম্বরে থাকা সত্ত্বেও পিএইচডি করতে পারলাম না ৷ একাধিক চিঠি দিয়েছি, উত্তর দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারপর আমি কমিশনে ও রাষ্ট্রপতির কাছে চিঠি দিই। আমি তফসিলি উপজাতির তাই ওরা ভেবেছিল কিছুই করতে পারবে না। তাই ভর্তি নেয়নি ও উত্তরও দেয়নি ৷ খারাপ ব্যবহারও করেছেন ম্যাডাম ।"

ETV Bharat
জাতীয় তফসিলি উপজাতি কমিশনের পাঠানো চিঠি

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপি নেতা বেশি; বিস্ফোরক অনুপম হাজরা

পাপিয়ার চিঠির পরিপ্রেক্ষিতে কমিশন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করে । 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে । কমিশনের নোটিশে আরও উল্লেখ, 15 দিনের মধ্যে রিপোর্ট জমা না দিলে ভারতীয় সংবিধানের 338 এ ধারায় উপাচার্যের বিরুদ্ধে সমন জারি করা হবে ও সশরীরে উপাচার্যকে কমিশনে হাজিরা দিতে হবে । পাপিয়া মাড্ডি নামে ওই ছাত্রীর করা অভিযোগকে গুরুত্ব দিয়েই দেখছে জাতীয় তফসিলি উপজাতি কমিশন । উল্লেখ্য, এর আগেও তফসিলি উপজাতিভুক্ত অধ্যাপক প্রশান্ত মিশ্রকে হেনস্তার অভিযোগে সশরীরে কমিশনে হাজিরা দিতে হয়েছে বিশ্বভারতীর উপাচার্যকে । এমনকী, এই সংক্রান্ত বিষয়ে উপাচার্য-সহ ভারপ্রাপ্ত কর্মসচিব ও আধিকারিকদের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । সেই মামলা চলছে সিউড়ি জেলা আদালতে । আগামী 18 জুলাই আদালত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.