ETV Bharat / state

Anubrata Mondal on Asish Banerjee : আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আনারুলকে পদে রেখেছিলাম, বিস্ফোরক অনুব্রত

author img

By

Published : Mar 31, 2022, 4:22 PM IST

Updated : Mar 31, 2022, 5:28 PM IST

anubrata mandal on party letter controversy
আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আনারুলকে পদে রেখেছিলাম, বিস্ফোরক অনুব্রত

রামপুরহাটের ব্লক সভাপতি ছিলেন আনারুল হোসেন (TMC Leader Anarul Hossain), বগটুই গণহত্যা কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে ৷

বোলপুর, 31 মার্চ : বগটুই গণহত্যাকাণ্ডে তৃণমূল নেতা আনারুল হোসেনকে গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে এমনিতেই অস্বস্তিতে রয়েছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব ৷ সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে প্রকাশ্যে আসা একটি চিঠি ৷ জানা গিয়েছে, আনারুলকে আগেই ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কিন্তু স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই আনারুলকে আর সরানো হয়নি ৷ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই চিঠিতে অনুরোধ করা হয়েছিল আনারুল হোসেনকে তাঁর পদ থেকে না সরানোর ৷ এই চিঠির সত্যতা স্বীকার করে নিয়েছেন অনুব্রত মণ্ডলও (Anubrata Mondal speaks on letter of Asish Banerjee) ৷

anubrata mandal on party letter controversy
অনুব্রত মণ্ডলকে লেখা আশিস বন্দ্যোপাধ্যায়ের চিঠি

আরও পড়ুন : বগটুইয়ে ভাদু শেখ খুনে গ্রেফতার আরও তিন

এই চিঠি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "এটা ঠিক যে আশিসদা আমাকে অনুরোধ করেছিলেন আনারুলকে রাখার জন্য ৷ আশিস বন্দ্যোপাধ্যায় দলের সিনিয়র লোক, এলাকার বিধায়ক ৷ ওর কথাতেই আর আনারুলকে সরালাম না ৷ ভোটের ফল খারাপ হওয়ায় ও ওর বিরুদ্ধে কিছু অভিযোগ থাকায় ওকে সরিয়ে দিতে চেয়েছিলাম ৷ তবে সাংবাদিকরা এই চিঠি কীভাবে পেয়ে গেল আশ্চর্য হচ্ছি । আশিসদা অনুরোধ করেছিলেন ওকে পঞ্চায়েত ভোট পর্যন্ত পদে রেখে দেওয়ার ৷" এবিষয়ে প্রতিক্রিয়া নিতে ইটিভি ভারতের তরফে রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি ৷

আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আনারুলকে পদে রেখেছিলেন, দাবি অনুব্রতর

উল্লেখ্য, বগটুই গণহত্যাকাণ্ডে নাম জড়িয়েছে আনারুল হোসেনের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে গ্রেফতারও করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে অস্বস্তি রয়েছে তৃণমূলের অন্দরে ৷ কিন্তু এদিন আশিস বন্দ্যোপাধ্যায়ের চিঠি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল যেভাবে দাবি করেছেন, "আশিসদার অনুরোধেই আমি আনারুলকে সরাইনি, এর দায়িত্ব আশিসদা নেবেন বলেছিলেন", তাতে তৃণমূলের অন্দরে অন্য সমীকরণের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল ৷

Last Updated :Mar 31, 2022, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.