ETV Bharat / state

TMC Leader Joins BJP: তৃণমূল ছেড়েই শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ অনুব্রত ঘনিষ্ঠ বিপ্লবের

author img

By

Published : Dec 27, 2022, 5:47 PM IST

Updated : Dec 27, 2022, 6:56 PM IST

ETV Bharat
বিপ্লব ওঝা যোগ দিলেন বিজেপিতে

মঙ্গলবার সকালেই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিপ্লব ওঝা (Biplab Ojha)৷ দলের বিরুদ্ধে উগড়ে দিয়েছিলেন ক্ষোভ ৷ তারপরেই এদিন বিজেপিতে যোগ দিলেন এই নেতা (Birbhum TMC Leader Biplab Ojha joins BJP) ৷

বিপ্লব ওঝা যোগ দিলেন বিজেপিতে

নলহাটি, 27 ডিসেম্বর : বীরভূমের জেলা রাজনীতিতে বড় ঘটনা ঘটল মঙ্গলবার ৷ এবার তৃণমূলের ঘর ভাঙল বিজেপি ৷ এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বীরভূম তৃণমূল জেলা কংগ্রেসের সহ-সভাপতি বিপ্লব ওঝা । এদিন নলহাটির হরিপ্রসাদ হাইস্কুল মাঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির দলীয় পতাকা তুলে নেন তিনি (Birbhum TMC Leader Biplab Ojha joins BJP) । বিজেপির দলীয় পতাকা তাঁর হাতে তুলে দেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন বীরভূমে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ অন্যান্য জেলা নেতৃত্ব (TMC Leader Joins BJP)।

উল্লেখ্য, মঙ্গলবার সকালেই তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন বিপ্লব ওঝা (Biplab Ojha) ৷ জেলা তৃণমূল সহ-সভাপতি পদে ছিলেন বিপ্লব ওঝা ৷ এদিনই সেই পদ থেকে ইস্তফা দেন তিনি ৷ সঙ্গে তৃণমূলের টিকিতে জেতা বীরভূমের জেলা পরিষদের সদস্য পদও ছেড়ে দিয়েছেন তিনি ৷ এদিন সাংবাদিক বৈঠকেও তাঁর গলায় শোনা গিয়েছিল আক্ষেপের সুর ৷ তিনি বলেন, "অত্যন্ত দুঃখের হলেও সিদ্ধান্তটা নিতে বাধ্য হচ্ছি ৷ 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম ৷ আজ সাংবাদিক বৈঠক করে এলাকার মানুষ ও আমার অনুগামীদের জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করছি আমি ৷"

এদিন নিজের ক্ষোভ উগড়ে দিয়ে তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসে যখন যোগ দিয়েছিলাম, তখন তারা আমায় সম্মান দিয়েছিল ৷ 2013 সালে উপনির্বাচনে আমাকে প্রার্থী করা হয়েছিল ৷ কংগ্রেস-তৃণমূল-সিপিএম ত্রিমুখী লড়াইয়ে আমি পরাজিত হয়েছিলাম ৷ পরে তৃণমূল কংগ্রেসের জেলার সহ-সভাপতি হয়েছি, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছি ৷ এখন বীরভূম জেলা পরিষদের সদস্য ৷" অনুব্রত-ঘনিষ্ঠ বিপ্লব ওঝার অভিযোগ, "বিগত একবছর থেকে তৃণমূলের কাছে আমার কোনও মূল্য নেই ৷ দলীয় কর্মসূচি, মিটিং, মিছিল, কোনও সভায় আমাকে ডাকা হয় না ৷"

আরও পড়ুন: শুভেন্দুর সভার আগে দল ছাড়লেন অনুব্রতর ডেপুটি বিপ্লব

তখনই জল্পনা ছড়িয়েছিল এদিনই শুভেন্দুর অধিকারীর সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি ৷ সেই জল্পনাই সত্যি হয় ৷ উল্লেখ্য, 2009 সালে তৃণমূল কংগ্রেসে যোগদানকালে তিনি নলহাটি পৌরসভার চেয়ারম্যান ছিলেন৷ সেই সময় কংগ্রেসের পুরবোর্ড নিয়ে ঘাসফুলে এসেছিলেন বিপ্লব ওঝা ৷ পঞ্চায়েত নির্বাচনেও তিনি সমিতিগুলি দখলের চেষ্টা করেন । কিন্তু, এরপরেও দলের থেকে কোনও সুবিধা পাননি বলে আক্ষেপ করেছেন তিনি ৷ তবে জেলা রাজনীতিতে তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন ৷

Last Updated :Dec 27, 2022, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.