ETV Bharat / state

বীরভূমে ফের গ্রেপ্তার BJP নেতা

author img

By

Published : Sep 17, 2019, 5:04 PM IST

বীরভূমে গ্রেপ্তার BJP নেতা অতনু চট্টোপাধ্যায় ৷

বীরভূমে ফের গ্রেপ্তার BJP নেতা

রামপুরহাট, 17 সেপ্টেম্বর: BJP যুব মোর্চার রাজ্য সহ সভাপতি ধ্রুব সাহার পর এবার বীরভূম জেলা BJP-এর সম্পাদক ৷ BJP নেতা অতনু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল বীরভূম পুলিশ । মল্লারপুর থানা এলাকায় তাঁর বাড়ি ৷ আজ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।

স্বরূপ গড়াইয়ের মৃত্যুর ঘটনায় আন্দোলনে নামে জেলা BJP । মৃতদেহ আটকে রাখার অভিযোগে বোলপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করেছিল BJP নেতৃত্ব । এছাড়াও এই ঘটনার প্রতিবাদে SP অফিসের সামনে বিক্ষোভ ও ধরনায় বসে জেলা BJP নেতৃত্ব । সেই ধরনা মঞ্চ থেকে পুলিশ প্রশাসন এবং রাজ্যের শাসনে থাকা তৃণমূল সরকারকে দফায় দফায় আক্রমণ করা হয় ।

গত রবিবার BJP-এর রাজ্য যুব মোর্চা সহ-সভাপতি ধ্রুব সাহাকে 15টি মামলায় গ্রেপ্তার করে পুলিশ । এবার বীরভূম জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল পুলিশ ।

বীরভূম জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল ময়ূরেশ্বর থানার পুলিশ ।

পুলিশ সূত্রের খবর, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা, বাড়িতে বিস্ফোরক মজুত রাখা, এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অতনুবাবুকে । গ্রেপ্তারের পর আজ বেলা 11টা নাগাদ মল্লারপুর থানা ঘেরাও করে BJP ।

BJP নেতৃত্ব রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন দেয় । ধৃত BJP নেতাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় । এই দুই নেতা গ্রেপ্তারের ঘটনায় BJP বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের দাবি, "মিথ্যা মামলায় ফাঁসিয়ে BJP কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ ।''

Intro:Body:রামপুরহাট, 17 সেপ্টেম্বর: বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি ধ্রুব সাহার পর এবার বীরভূম জেলা সম্পাদক বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলো বীরভূম পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মল্লারপুর থানা এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, স্বরূপ গড়াইয়ের মৃত্যুর ঘটনায় আন্দোলনে নামে জেলা বিজেপি। মৃতদেহ আটকে রাখার অভিযোগে বোলপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করেছিলো বিজেপি নেতৃত্ব। এছাড়াও এই ঘটনার প্রতিবাদে এসপি অফিসের সামনে বিক্ষোভ ও ধর্ণায় বসেছিলো জেলা বিজেপি নেতৃত্ব। সেই ধরনা মঞ্চ থেকে পুলিশ প্রশাসন এবং রাজ্যের শাসনে থাকা তৃণমূল সরকারকে দফায় দফায় আক্রমণ করে বিজেপি নেতৃত্ব।

গত রবিবার বিজেপির রাজ্য যুব মোর্চা সহ-সভাপতি ধ্রুব সাহাকে ১৫ টি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। আর এবার বীরভূম জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়কে পুলিশ (Mayureshwar PS Case No. 115/19 dated 24.06.19)গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সুত্রের খবর, এছাড়াও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা, বাড়িতে বিস্ফোরক মজুদ এরকম নানান অভিযোগের ভিত্তিতে গ্রেফার করা হয়েছে।
গ্রেফাতের পর আজ বেলা ১১ টা নাগাদ মল্লারপুর থানা ঘেরাও করে বিজেপি। রামপুরহাট শহর বিজেপি রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকে ডেপুটেশন দেয়।
ধৃত বিজেপি নেতা কে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।

পরপর এই দুই বিজেপি নেতা গ্রেপ্তারের ঘটনায় বিজেপি বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের দাবি, "মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.