ETV Bharat / state

Durga Puja 2023: কূটনৈতিক সম্পর্কের অবনতি, দুর্গাপুজোয় কানাডা যাওয়ার ভিসা পেলেন না ঢাকি ও মুখোশ শিল্পীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 10:56 PM IST

Etv Bharat
পুজোয় কানাডা যাওয়ার ভিসা না পেয়ে মনখারাপ ঢাকি ও মুখোশ শিল্পীদের

কথা ছিল প্রবাসে দুর্গাপুজোর মণ্ডপে ঢাক বাজাবেন ৷ সেইভাবেই চলছিল তোরজোড় ৷ বাধ সাধল কূটনৈতিক সমীকরণ ৷ ভারত-কানাডা কূটনৈতিক চাপানউতোরের মাঝেই থমকে গেল বীরভূমের ঢাকি ও মুখোশ শিল্পীদের সেই যাত্রা ৷

পুজোয় কানাডা যাওয়ার ভিসা না পেয়ে মনখারাপ ঢাকি ও মুখোশ শিল্পীদের

বোলপুর, 12 অক্টোবর: ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির ফলে দুর্গাপুজোয় কানাডা যাওয়ার ভিসা পেল না বঙ্গের মুখোশ নৃত্যশিল্পী ও ঢাকির দল । এ বছর, তাদের কানাডায় দুর্গাপুজোয় অংশ নেওয়ার কথা ছিল ৷ সেই মতো অন্য আর পুজোর বায়না ধরেনি তারা । তাই স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে তাদের ৷

বাংলার দুর্গোৎসবকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। তবে এই তকমার বহু আগে থেকেই বাংলা ছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত তো আছেই, বিশ্বে বিভিন্ন দেশেও ঘটা করে দুর্গাপুজো হয়ে থাকে ৷ যেমন, বাংলাদেশ, নেপাল, ভূটান, আমেরিকা, জাপান, কানাডা, আফ্রিকা, স্পেন, নিউজল্যান্ড, অস্ট্রেলিয়া প্রভৃতি ৷ আর এই সব পুজোয় বাংলা থেকে প্রতিমা ও পুজোর বিভিন্ন উপকরণ রফতানি হয় । তার পাশাপাশি ঢাকির দলও বায়না পেয়ে থাকে ৷ এমনকি, সাংস্কৃতিক দলগুলিও বিদেশের মাটিতে গিয়ে অনুষ্ঠান করে । সেই মতো এবার বোলপুরের আদিত্যপুরের 'বীরভূম মুখোশ নৃত্য ও নাট্যগোষ্ঠী'র কানাডা যাওয়ার কথা ছিল ৷ পাশাপাশি, শান্তিনিকেতনের রতনপুর গ্রামের একটি ঢাকির দলেরও কানাডায় যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, শেষ মুহূর্তে তারা ভিসা পায়নি । আর তাতেই আক্ষেপ শিল্পীদের । কারণ, কানাডা যাওয়ার কথা ঠিক হতেই তাঁরা এ বছর আর অন্য পুজোর বায়না ধরেননি ।

উল্লেখ্য, ব্রিটিশ কলম্বিয়ায় 18 জুন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন যে, তাঁর দেশের মাটিতে 45 বছরের খালিস্তানি চরমপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে । তাঁর এই বিস্ফোরক অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে ছড়িয়েছে কূটনৈতিক উত্তেজনা । ভারত 2020 সালে নিজ্জরকে জঙ্গি তকমা দিয়েছিল ।

মুখোশ নৃত্যশিল্পী সুকুমার দাস ও ঢাকি রামপ্রসাদ দাস বলেন, "এই প্রথম বিদেশে যাওয়ার কথা ছিল । খুব আনন্দে ছিলাম ৷ কিন্তু, শেষ মুহূর্তে সব বাতিল হয়ে গেল । ভারত-কানাডার সম্পর্ক নাকি খারাপ হয়েছে । তাই ভিসা পাওয়া গেল না বলল । খুবই খারাপ লাগছে ।"

আরও পড়ুন : বাজারে আধুনিক যন্ত্রপাতি ও মিউজিক সিস্টেমের রমরমা, সংকটে ঢাকিরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.