ETV Bharat / state

Bengal civic polls result 2022: অনুব্রতর গড়ে জেলে বসেই জয়ী রামপুরহাটের সিপিআইএম প্রার্থী

author img

By

Published : Mar 2, 2022, 12:48 PM IST

Updated : Mar 2, 2022, 2:45 PM IST

Bengal civic polls 2022: only one cpim candidate wins in Rampurhat municipal elections
অনুব্রতর গড়ে জেলে বসেই জয়ী রামপুরহাটের সিপিআইএম প্রার্থী

ইভিএম ভাঙায় এখনও তিনি জেলে ৷ তবে রামপুরহাট পৌরসভার (Bengal civic polls 2022) একমাত্র 17 নম্বর ওয়ার্ডে লাল পতাকা তুলে ধরলেন সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক (only one cpim candidate wins)৷

রামপুরহাট, 2 মার্চ: অনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই জয়ী সিপিআইএম প্রার্থী (Bengal civic polls 2022) ৷ রামপুরহাট পৌরসভায় 17 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক 153 ভোটে জয়লাভ করেছেন (only one cpim candidate wins) ৷ জেলার 5টি পৌরসভার মধ্যে এই একটি মাত্র ওয়ার্ডে খাতা খুলেছেন বিরোধী প্রার্থী (Rampurhat municipal elections) ৷

বীরভূম জেলায় 5টি পৌরসভাতেই ঘাসফুলের জয়জয়কার । সব পৌরসভার সব ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ শুধুমাত্র রামপুরহাট পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী ৷ বিজেপি কার্যত নিশ্চিহ্ন এই জেলায় ৷

আরও পড়ুন: Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য

27 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ইভিএম ভাঙার অভিযোগে সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক-সহ দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ ৷ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷ ফল প্রকাশের সময়ও তিনি জেলেই ৷ জেলে বসেই অনুব্রতর গড়ে ঝান্ডা গাড়লেন সিপিআইএম প্রার্থী ।

সিপিআইএম-এর বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, "গণতন্ত্র হত্যার উৎসবে তৃণমূল জয়লাভ করেছে ৷ দেদার ছাপ্পা, ভোট লুঠ হয়েছে ৷ ভোট যাতে না করাতে পারে, তার জন্য আমাদের প্রার্থীকে গ্রেফতার করেছে ৷ জেলে থেকেই তিনি জয়লাভ করেছেন ।"

আরও পড়ুন : গণনা শুরুর আগেই ইভিএমের সিল ভাঙা, প্রতিবাদে কংগ্রেস প্রার্থী

Last Updated :Mar 2, 2022, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.