ETV Bharat / state

মেলা নাকি অমিত শাহের সভার জন্য পদযাত্রা, অনুমতি কাকে ?

author img

By

Published : Dec 16, 2020, 10:18 PM IST

ডাকবাংলা মাঠে অমিত শাহের সভার অনুমতি নিয়ে চিন্তিত বিজেপি ৷ 20 ডিসেম্বর ওই মাঠে অমিত শাহের পদযাত্রা হওয়ার কর্মসূচি আছে বিজেপির ৷ কিন্তু 22 ডিসেম্বর থেকে এই মাঠে মেলা করার অনুমতি চেয়েছে বাংলা সংস্কৃতি মঞ্চ। বীরভূম জেলা পরিষদ এখন কাকে অনুমতি দেবে তা নিয়ে চলছে জল্পনা ৷ আজ উভয় পক্ষ থেকে এই মাঠ পরিদর্শন করা হয় ৷

Amit Shah Meeting
ডাকবাংলা মাঠ

বোলপুর, 16 ডিসেম্বর : অমিত শাহর সভার জন্য পদযাত্রা ডাকবাংলা মাঠে হওয়ার অনুমতি মিলবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ পৌষমেলার আদলে বোলপুর ডাকবাংলা মাঠে মেলা করার জন্য অনুমতি চেয়ে জেলা পরিষদকে চিঠি করেছে বাংলা সংস্কৃতি মঞ্চ। যদি 22 ডিসেম্বর থেকে এই মাঠে মেলা করার অনুমতি মেলে তাহলে স্বাভাবিক ভাবেই 20 ডিসেম্বর এই মাঠ থেকে অমিত শাহর পদযাত্রা হওয়া অসম্ভব। বীরভূম জেলা পরিষদ এখন কাকে অনুমতি দেয় সেদিকেই তাকিয়ে বিজেপি ও বাংলা সংস্কৃতি মঞ্চ সহ বোলপুর ব্যবসায়ী সমিতি। এদিন সব পক্ষই মাঠ পরিদর্শন করে দেখেন। এক কথায় ডাকবাংলা মাঠের অনুমতিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে।

20 ডিসেম্বর বোলপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোলপুর ডাকবাংলা মাঠ থেকে শহরজুড়ে তাঁর একটি র্যালি করার কথা রয়েছে তাঁর। এই জন্য দফায় দফায় বৈঠক করে জেলা পরিষদের কাছে মাঠ চেয়ে আবেদন করেছে বিজেপি। অন্যদিকে, হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা। এতে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের কথা মাথায় রেখে পৌষমেলার আদলে বোলপুর ডাকবাংলা মাঠে একটি মেলা করার চিন্তাভাবনা করেছে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতি। এই মর্মে 22 ডিসেম্বর থেকে বোলপুর ডাকবাংলা মাঠ চেয়ে জেলা পরিষদের কাছে আবেদন করা হয়েছে।

বীরভূমে অমিত শাহের সভা ঘিরে অনিশ্চয়তা

আরও পড়ুন : নজরে 21, নাড্ডার পর এবার শাহ, 19 শে কলকাতায়

এদিন, বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতি বোলপুর ডাকবাংলা মাঠ পরিদর্শন করে দেখে। একই সময়ে মাঠ পরিদর্শনে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন ও জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। যদি মেলার অনুমতি মেলে তাহলে স্বাভাবিক ভাবেই এই মাঠ থেকে অমিত শাহর সমর্থনে পদযাত্রা বের হওয়া অসম্ভব। এখন দুপক্ষই অপেক্ষায় কাকে অনুমতি দেবে জেলা পরিষদ। বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে নুরুল হক বলেন, "পৌষমেলার আদলে মেলা করার জন্য আমরা জেলা পরিষদের কাছে অনুমতি চেয়েছি। ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই এই মেলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।" যদিও, এই প্রসঙ্গে বিজেপির তরফ এখনও পর্যন্ত কেউ কোন মন্তব্য করতে চাননি। বিজেপি অপেক্ষা করছে মাঠের অনুমতির।তবে জানা গিয়েছে, জেলা পরিষদের তরফে বোলপুর ডাকবাংলা মাঠে মিলবেনা মেলা করার অনুমতি। তার বদলে পৌষমেলা দিন এই মাঠে হবে লোকসংস্কৃতি উৎসব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.