ETV Bharat / state

বিশ্বভারতীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলল রাজ্য সরকার

author img

By

Published : Jan 30, 2021, 9:51 PM IST

দমকল বিভাগের বিপরীতে বিশ্বভারতী যে প্রাচীর দিচ্ছে তাতে পূর্ত বিভাগের অনেকটা জমি বিশ্বভারতীর প্রাচীরের ভিতরে ঢুকে রয়েছে । এই অভিযোগ তুলে আজ বন্ধ করে দেওয়া হল প্রাচীর নির্মাণের কাজ ।

Viswa Bharati University
ছবি

বোলপুর, 30 জানুয়ারি : এবার রাজ্য সরকারের জমি দখলের অভিযোগ উঠল বিশ্বভারতীর বিরুদ্ধে । এই মর্মে বিশ্বভারতীর কর্মসচিবকে চিঠি দিল বোলপুর পৌরসভা । পাশাপাশি, দমকল বিভাগের সামনে বিশ্বভারতীর প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দিলেন বোলপুর পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা ।

বিশ্বভারতী কর্তৃপক্ষ বারবার অভিযোগ তুলে এসেছে যে, বিভিন্ন এলাকায় তাদের 77 একর জমি বেদখল হয়ে গিয়েছে । এবার বিশ্বভারতীর বিরুদ্ধে রাজ্য সরকারের জমি দখলের অভিযোগ উঠল । প্রসঙ্গত, ইতিমধ্যেই শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের সামনের রাস্তায় বিশ্বভারতী প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করেছেন খোদ জেলাশাসক ।

এবার দমকল বিভাগের সামনের বিশ্বভারতীর প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করল বোলপুর পৌরসভা ৷ বোলপুর পৌরসভার তরফে বিশ্বভারতীর কর্মসচিবকে একটা চিঠি দেওয়া হয়েছে ৷ তাতে উল্লেখ করা হয়েছে, দমকল বিভাগের বিপরীতে বিশ্বভারতী যে প্রাচীর দিচ্ছে, সেই প্রাচীরের আওতায় রাজ্য সরকারের পূর্ত বিভাগের অনেকটা জমি ঢুকে রয়েছে ৷ এই অভিযোগ তুলে আজ বিশ্বভারতীর প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দেন বোলপুর পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ওরম শেখ ও সুকান্ত হাজরা ।

Viswa Bharati University
বিশ্বভারতীর কর্মসচিবকে পাঠানো চিঠির প্রতিলিপি

আরও পড়ুন : ফের বিশ্বভারতীর পাঁচিল নির্মাণে বাধা, বিক্ষোভে কাজ বন্ধ করল ঠিকাদার

এছাড়া, বিশ্বভারতী কর্তৃপক্ষকে বিষয়টি দেখার জন্যও বলা হয় বোলপুর পৌরসভার তরফে । এক কথায় বিশ্বভারতীকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র যে সংঘাত চলছিল তা কার্যত অব্যাহত। যদিও, এই মর্মে বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.