ETV Bharat / state

Allegation Against Rehabilitation Centre : নেশামুক্তি কেন্দ্রে পিটিয়ে মারার অভিযোগ কর্মীদের বিরুদ্ধে, ধৃত 2

author img

By

Published : Apr 14, 2022, 4:31 PM IST

শান্তিনিকেতনের এক নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে (allegation against Rehabilitation Centre) । ঘটনার তদন্তে নেমে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

man killed in rehab centre
ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে

শান্তিনিকেতন, 14 এপ্রিল : বোলপুর আদালতের এক কর্মীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল নেশামুক্তি কেন্দ্রের লোকজনের বিরুদ্ধে (allegation against rehabilitation center of killing a patient )। মৃতের নাম জয়দীপ বন্দ্যোপাধ্যায় (38) । তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে ৷ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বোলপুরের কাছারিপট্টির বাসিন্দা জয়দীপ বন্দ্যোপাধ্যায় বোলপুর মহকুমা আদালতের কর্মী ছিলেন ৷

জানা গিয়েছে, কর্মরত অবস্থাতেও নেশা করার জন্য তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয় ৷ তারপরই পরিবারের তরফে তাঁকে শান্তিনিকেতন থানার অন্তর্গত উত্তরনারায়ণপুর এলাকায় একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয় । 6 মাসের জন্য জয়দীপ বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেয় ওই নেশামুক্তি কেন্দ্র ৷ প্রতি মাসে চিকিৎসার জন্য 6 হাজার টাকা খরচ হবে বলে তাঁর পরিবারকে জানানো হয় ৷ মৃতের পরিবারের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রে ভর্তি থাকাকালীন জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হত না ৷

আরও পড়ুন : নাবালিকাকে মডেলিংয়ের টোপ দিয়ে অপহরণ, শ্রীঘরে ভুয়ো অধ্যাপক

নিহতের স্ত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁকে একবার দেখা করতে দেওয়া হয়েছিল স্বামীর সঙ্গে । সেই সময় তাঁর স্বামী তাঁকে জানিয়েছিলেন, নেশামুক্তি কেন্দ্রে তাঁকে মারধর করা হয় ও পর্যাপ্ত খেতে দেওয়া হয় না ৷ 13 এপ্রিল রাতে জয়দীপ বন্দ্যোপাধ্যায়কে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে নেশামুক্তি কেন্দ্রের লোকজন ৷ সেখানেই পরে তাঁর মৃত্যু হয় ৷ জয়দীপবাবুর পরিবারের অভিযোগ, পিটিয়ে মেরে দেওয়া হয়েছে তাঁকে৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ । নিহতের ভাই সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "নেশা ছাড়ানোর জন্য প্রতিমাসে 6 হাজার টাকা করে নিত নেশামুক্তি কেন্দ্রটি ৷ কিন্তু চিকিৎসার নামে সেখানে মারধর করা হত ৷ দেখা করতে দেওয়া হত না আমাদের ৷ আমার দাদাকে পিটিয়ে মেরে দিয়েছে ওরা।"

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.