ETV Bharat / state

Lalan Sheikh Death Case: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুতে বরখাস্ত 4

author img

By

Published : Jan 16, 2023, 3:01 PM IST

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death Case) ঘটনায় 4 জনকে বরখাস্ত করল সিবিআই (CBI Officers Suspended)৷ দু জন সিবিআই অফিসার ও রাজ্য পুলিশের দুজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে ৷

Lalan Sheikh Death ETV Bharat
সিবিআই হেফাজতে লালন

রামপুরহাট, 16 জানুয়ারি: হেফাজতে লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death Case) ঘটনায় দুই অফিসারকে সাসপেন্ড করল সিবিআই (CBI Officers Suspended)। এ ছাড়াও রাজ্য পুলিশের দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে । বগটুই হত্যাকাণ্ডে (Bogtui Case) মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয় সিবিআই হেফাজতে ৷ যা নিয়ে বিভাগীয় তদন্ত চলছিল ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিআইডিও ৷ এরই মধ্যে বরখাস্ত হলেন চারজন ৷

সিবিআই হেফাজতে মৃত লালন শেখ

2022 সালের 12 ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে মৃত্যু হয় বগটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ৷ শৌচাগারে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছিল । লালনই ছিলেন বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত । কীভাবে সিবিআই হেফাজতে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি । কেন্দ্রীয় গোয়েন্দাদের ঘাড়ে দায় চাপিয়ে ক্ষোভ উগড়ে দেন নিহতের স্ত্রী রেশমা বিবি ৷ তদন্তকারী সিবিআই অফিসারদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি ।

লালনের মৃত্যুর তদন্ত চলছে

এরপরই তড়িঘড়ি এই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করে সিবিআই । পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করে সিআইডি । ঘটনার দিন দায়িত্বে থাকা সিবিআই অফিসারদের জিজ্ঞাসাবাদ করার জন্যও ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন: লালন-মৃত্যুতে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের অনুমতি আদালতের

তদন্তের মাঝেই বরখাস্ত চার জন

এর মাঝেই দুই সিবিআই অফিসারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল সিবিআই । ভাদু শেখ খুনের তদন্তকারী অফিসার রাহুল প্রিয়দর্শী ও বগটুই হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসার বিলাস মাধঘুটকে সাসপেন্ড করা হয় ৷ পাশাপাশি সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে থাকা রাজ্য পুলিশের দুই কনস্টেবলকে বরখাস্ত করার জন্য আবেদন করে সিবিআই ৷ সেই মতো রাজ্য পুলিশের ওই দুই কনস্টেবলকেও বরখাস্ত করা হয়েছে ৷

উল্লেখ্য, সিআইডি যে কোনও সময় হেফাজতে নিয়ে অভিযুক্ত সিবিআই অফিসারদের জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ সেই আভাস পেয়েই সিবিআইয়ের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.