ETV Bharat / state

সিউড়িতে উদ্ধার 100টি বোমা

author img

By

Published : Dec 9, 2019, 7:50 PM IST

বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে । ওই এলাকায় একটি পরিত্যক্ত খামারবাড়ি থেকে আজ প্রায় 100টি বোমা উদ্ধার হয়েছে । বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয় বম্ব স্কয়্যাডে ।

fresh bomb recovered at Suri
সিউড়িতে উদ্ধার তাজা বোমা

সিউড়ি, 9 ডিসেম্বর : পরিত্যক্ত খামারবাড়ির মাটির নিচে পুঁতে রাখা চারটি ড্রামে ভরতি বোমা । এই বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনাটি বীরভূমের কাঁকরতলা থানার সাহাপুর গ্রামের । ওই এলাকায় একটি পরিত্যক্ত খামারবাড়ি থেকে আজ প্রায় 100টি বোমা উদ্ধার হয়েছে । বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয় বম্ব স্কয়্যাডে ।

পুলিশ সূত্রে জানা গেছে, দিন তিনেক আগে গদাই শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ । তার থেকেই জানা যায় সাহাপুরের একটি পরিত্যক্ত খামারে বোমাগুলি রাখা আছে । খামারটি শেখ গফ্ফর নামে এক ব্যক্তির । কাঁকরতলা থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করে ।

যদিও গফফরের দাবি, তাঁর ছেলেরা বাড়িতে থাকে না । গদাই শেখ বোমাগুলি রেখে গেছিল । পরশু দিন তাকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ । তাকে জেরা করেই বোমার সন্ধান মিলেছে । এলাকায় শেখ গদাই দুষ্কৃতী বলেই পরিচিত । প্রসঙ্গত, অতীতেও বহুবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, BJP-তৃণমূল সংঘর্ষ সহ অন্যান্য রাজনৈতিক কারণে উত্তপ্ত হয়েছে বীরভূমের খয়রাশোল এলাকা । বোমা উদ্ধার হয়েছে বিভিন্ন এলাকা থেকে ।

Intro:Body:সিউড়ি 9 ডিসেম্বর:- বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে। একটি পরিত্যক্ত খামারবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ছিল চার ড্রাম ভর্তি তাজা বোমা । প্রায় ১০০ টি তাজা বোমা রয়েছে বলেই পুলিশ সুত্রে খবর। উদ্ধারের পর বোম্ব ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়l পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত পরশুদিন গদাই শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ। তার থেকে জানা যায় সাহাপুরের একটি পরিত্যক্ত খামারে বোমাগুলি রাখা আছে। খামারটি শেখ গফ্ফর নাম এক ব্যক্তির। কাঁকরতলা থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে এত সংখ্যক বোমা উদ্ধার করে।
যদিও গফফরের দাবি, তার ছেলেরা বাড়িতে থাকেনা। শেখ গদাই বোমাগুলি রেখে গিয়েছিলো। পরশুদিন তাকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ। তাকে জেরা করেই বোমার সন্ধান মিলেছে। এলাকায় শেখ গদাই দুষ্কৃতী বলেই পরিচিত। প্রসঙ্গত, খয়রাশোল ব্লক বীরভূমের রাজনৈতিক সংঘর্ষের, অতীতে বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি তৃণমূল লড়াই অথবা অন্যান্য রাজনৈতিক কারনে উত্তপ্ত হয়েছে এলাকা। বোমা উদ্ধার হয়েছে বিভিন্ন এলাকা থেকে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.