ETV Bharat / state

Woman Kills Husband: বাঁকুড়ায় মদ্যপ স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

author img

By

Published : Apr 15, 2023, 12:42 PM IST

মদ্যপ অবস্থায় স্বামী প্রায়শ্যই অত্যাচার করতেন ৷ সেই অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল শুক্রবার ৷ স্বামীকে বেঁধে রেখে মারধর করেন স্ত্রী ৷ তারপরেই মৃত্যু হয় স্বামী সিন্টু আদকের বলে অভিযোগ ৷

মদ্যপ স্বামী
man kills by wife

বাঁকুড়ায় মদ্যপ স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বাঁকুড়া, 15 এপ্রিল: 'মদ্যপ' স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তাঁকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । মৃতের নাম সিন্টু আদক (50) । ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বাঁকুড়া সদর থানা এলাকার শ্যামদাসপুরে । এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । স্ত্রী রীতা আদককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ ৷ সূত্রের খবর, পেশায় মোটর গ্যারেজের কর্মী ছিলেন সিন্টু আদক ৷ প্রায়শই তিনি মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রী রীতা আদকের উপর ব্যাপক অত্যাচার করতেন বলে অভিযোগ । এই অবস্থায় রীতা আদক তিন মেয়েকে নিয়ে বছর সাতেক ধরে ওই এলাকারই একটি ভাড়া বাড়িতে থাকতেন । এমনকী নিজে বিড়ি বেঁধে দৈনন্দিন সংসার খরচ চালিয়ে তিন মেয়ের বিয়ে দেন রীতা ।

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সিন্টু আদক মদ্যপ অবস্থায় শ্বশুর বাড়িতে এসে ব্যাপক ভাঙ্গচুর চালায় । বিষয়টি জানতে পারেন রীতা আদক ৷ এরপর তিনি বাপের বাড়িতে আসেন ৷ সেখানে এসে পৌঁছলে রীতাকে রড, বল্লম দিয়ে খুনের চেষ্টা করে স্বামী বলে অভিযোগ । তারপরেই অবস্থা বেগতিক দেখে রীতা স্বামী সিন্টু আদককে বেঁধে রেখে মারধর করেন ৷ এরপর তিনি থানায় যান । পরে বাড়ি ফিরে দেখেন স্বামী সিন্টু আদকের মৃত্যু হয়েছে ।

খবর পেয়ে রাতে গ্রামে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ৷ পাশাপাশি রীতা আদককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ শনিবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে রীতাকে ৷ এমনটাই জানা গিয়েছে পুলিশের তরফে ৷ রীতা আদক স্বামীর মৃত্যুর আগের ঘটনার বিবরণ দিতে দিয়ে জানান, এদিন সিন্টু আদকের অত্যাচার সহ্য করতে না পেরে তাঁকে বেঁধে রেখে সামান্য মারধর করেন তিনি ৷ এরপর থানায় বিষয়টি জানাতে যান । পরে বাড়ি ফিরে এসে স্বামীর মৃত্যু সংবাদ পান বলে তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন: ঘাটালে দম্পতির দেহ উদ্ধার, মিলল 'সুইসাইড নোট'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.