ETV Bharat / state

কোলিয়ারি সম্প্রসারণে উদ্যোগী প্রশাসন, নয়া দরে কিনবে জমি

author img

By

Published : Sep 6, 2019, 5:12 AM IST

প্রশাসনিক বৈঠক

জেলাশাসক উমাশংকর এস বলেন, "বৈঠকে ঠিক হয়েছে কৃষি জমির ক্ষেত্রে একর প্রতি 16 লাখ (আগে ছিল 14 লাখ), পুকুরের জন্য 13 লাখ (আগে ছিল 11.70 লাখ), বাস্তুজমির জন্য একর প্রতি 24 লাখ (আগে ছিল 22.90 লাখ) টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে । বাড়ি ভাঙা পড়লে বা ক্ষতিগ্রস্ত হলে তিন কাঠা জমির উপর 550 স্কয়্যার ফিটের বাড়ি তৈরির খরচ হিসেবে 6 লাখ 60 হাজার টাকা দেওয়া হবে । পাশাপাশি 2 একরের বেশি জমি নেওয়া হলে সেই পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে ।"

বাঁকুড়া, 6 সেপ্টেম্বর : বড়জোড়ার ট্রান্স দামোদর ও বাকুলিয়া কোলিয়ারির জমি জট কাটাতে উদ্যোগী জেলা প্রশাসন । ক্ষতিপূরণের প্যাকেজ ঠিক করতে বুধবার কয়লা উত্তোলক সংস্থা, জমিহারাদের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন জেলাশাসক উমাশংকর এস । 5 ঘণ্টা বৈঠক হয় । সেখানে বেরিয়ে আসে সমাধানসূত্র । জেলাশাসকের আশা নতুন প্যাকেজে সহমত হবেন গ্রামবাসীরা ।

সাংবাদিক বৈঠকে জেলাশাসক বলেন, "বৈঠকে ঠিক হয়েছে কৃষি জমির ক্ষেত্রে একর প্রতি 16 লাখ (আগে ছিল 14 লাখ), পুকুরের জন্য 13 লাখ (আগে ছিল 11.70 লাখ), বাস্তুজমির জন্য একর প্রতি 24 লাখ (আগে ছিল 22.90 লাখ) টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে । বাড়ি ভাঙা পড়লে বা ক্ষতিগ্রস্ত হলে তিন কাঠা জমির উপর 550 স্কয়্যার ফিটের বাড়ি তৈরির খরচ হিসেবে 6 লাখ 60 হাজার টাকা দেওয়া হবে । পাশাপাশি 2 একরের বেশি জমি নেওয়া হলে সেই পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে ।"

ট্রান্স দামোদর কোলিয়ারির জন্য প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যে শেষ । কোলিয়ারি সম্প্রসারণের জন্য আরও 680-800 একর জমি প্রয়োজন । এই জমি অধিগ্রহণের জন্য বছর দুয়েক আগে কোলিয়ারি কমিটি জমির ক্ষতিপূরণের সিলিং ঘোষণা করে । এখনও জমি অধিগ্রহণের কাজ শেষ করে উঠতে পারেনি প্রশাসন । ইতিমধ্যে জমিহারা পরিবারগুলি আগাম ক্ষতিপূরণের দাবিতে দুটি কোলয়ারিতেই আন্দোলনে সামিল হন । জমি জটে আটকে থাকে কোলিয়ারির কাজের স্বাভাবিক ছন্দ ও তার সম্প্রসারণ । সেই সমস্যা মেটাতে নতুন করে জমিহারাদের জন্য সংশোধিত ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করল প্রশাসন ।

নয়া প্যাকেজে খুশি জমিদাতা কমিটির নেতা অলোক মুখার্জি । বলেন, "প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে । একটা সমাধানসূত্র উঠে এসেছে । টাকাটাও বেড়েছে । আশা করি অনেকেই সহমত হবেন । সবাইকে তো আর খুশি করা যায় না । তবে, বেশিরভাগ মানুষই খুশি হবে বলে আশা করছি । আমরা সবাই এই প্রোজেক্টটা চাই ।"

Intro:বড়জোড়া কলিয়ারি জমি জট কাটাতে প্রশাসনের উদ্যোগ।Body:বাঁকুড়ার বড়জোড়ার ট্রান্স দামোদর ও বাকুলিয়া এই দুই কোলিয়ারীর জমিজট কাটাতে ও বাস্তু হারাদের ক্ষতিপূরণ প্যাকেজ স্থির করতে বুধবার জেলা প্রশাসন ৫ ঘন্টার ম্যারাথন বৈঠকে বসে। পিডিসিএল, জমি হারাদের প্রতিনিধি এবং স্থানীয় জন প্রতিনিধি দের নিয়ে জেলা শাসকের উপস্থিতিতে এই বৈঠকে ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষনা করা হয়। জেলা শাসক উমা শঙ্কর এস জানান,বৈঠকে ঠিক হয়েছে একর প্রতি, কৃষি জমির ক্ষেত্রে ১৬ লাখ টাকা,পুকুরের জন্য ১৩ লাখ টাকা এবং বাস্তু জমির জন্য ২৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আর বাড়ী ভাঙ্গা পড়লে তিন কাঠা জমির ওপর ৫৫০ স্কোয়ার ফিটের বাড়ী তৈরীর খরচ বাবাদ ৬ লাখ ৬০ হাজার টকা পাবেন বাস্তুহারারা। পাশাপাশি, দুই একরের বেশী জমি প্রকল্পের জন্য নেওয়া হলে সেক্ষেত্রে একজন কে চাকুরীও দেওয়া হবে। প্রসঙ্গত, ট্রান্স দামোদর কোলিয়ারীর জন্য প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর কোলিয়ারী সম্প্রসারণের জন্য আরো প্রায় ৬৮০ থেকে ৮০০ একর জমি প্রয়োজন। এই জমি অধিগ্রহণের জন্য বছর দুয়েক আগে কোলিয়ারী কমিটি জমির ক্ষতিপূরণের সিলিং ঘোষণা করলেও এই সময়ের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করে উঠতে পারেনি প্রশাসন। ইতিমধ্যে জমিহারা পরিবারগুলি দুটি কোলয়ারীতেই আন্দোলনে সামিল হন। জমি জটে আটকে থাকে কোলিয়ারীর কাজের স্বাভাবিক ছন্দ, ও তার সম্প্রসারণ। সেই সমস্যা মেটাতেই নুতন করে জমিহারা বা বাস্তুহারাদের জন্য সংশোধিত ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষনা করল প্রশাসন।Conclusion:বাইট:অলোক মুখার্জি, জমিদাতা কমিটির নেতা

বাইট:উমাশঙ্কর এস, জেলাশাসক, বাঁকুড়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.