ETV Bharat / state

Saumitra Khan Slams Abhishek: 'বাঁকুড়ায় চুরি করতে আসছেন', অভিষেককে কটাক্ষ সৌমিত্রর

author img

By

Published : Apr 10, 2023, 10:18 PM IST

Updated : Apr 11, 2023, 8:22 AM IST

বুধবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে একটি জনসভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর এই জেলা সফরকে কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷

ETV Bharat
ফাইল ছবি

অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ সৌমিত্র খাঁ'র

বাঁকুড়া, 10 এপ্রিল: "উনি চুরি করতে আসছেন ৷ তাই বাঁকুড়াবাসীকে সাবধান হতে হবে ৷" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের আগে সোমবার তাঁকে এভাবেই কটাক্ষ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ 12 এপ্রিল, বুধবার, বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে একটি জনসভায় যোগ দিতে আসার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর ওই কর্মসূচির আগে সোমবার এই ভাষাতেই অভিষেককে বিঁধলেন সৌমিত্র ৷

এদিন সৌমিত্র খাঁ আরও বলেন,"পশ্চিমবঙ্গে একটি 'আলিবাবা' তৈরি হয়েছে, যে আগামী 12 তারিখ আরও 'চল্লিশ চোরকে' নিয়ে বাঁকুড়ার ওন্দায় সভা করতে আসছে । তিনি আইএএস এবং আইপিএসদের সঙ্গে বসে কীভাবে চুরি করা যায় তার পরিকল্পনা করছেন ।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়ে সৌমিত্র আরও অভিযোগ করেন, আসানসোলের এক মন্ত্রীর হাত ধরে বাঁকুড়ায় বেনামে জমি কিনে বেড়াচ্ছেন উনি । বেনামে জমি কীভাবে নিজের আওতায় করা যায় তা দেখতে এবার ওন্দায় আসছেন ।

একইসঙ্গে, বালুরঘাটে সম্প্রতি আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর যে অভিযোগ উঠেছে জেলা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে, সেই বিষয়টি নিয়েও এদিন সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ ৷ তৃণমূলকে আদিবাসী বিরোধী বলেন তিনি ৷ কুড়মি সম্প্রদায়ের মানুষকে কেন দিনের পর দিন আন্দোলন করতে হচ্ছে সেই প্রশ্নের উত্তরও অভিষেকের থেকে চেয়েছেন তিনি ৷

আরও পড়ুন: দণ্ডবৎ প্রত্যাবর্তনে পঞ্চায়েতের মুখে ব্যাকফুটে তৃণমূল, পিছনে রাজনীতির জটিল প্যাঁচ

সৌমিত্র খাঁ'য়ের এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল ৷ বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন,"সৌমিত্র খাঁ'র মাথার ঠিক নেই, তাই তিনি কী বলছেন নিজেও জানেন না ৷ ওনার কথাকে আমল দিতে আমরা সম্পূর্ণরূপে নারাজ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মানুষের সঙ্গে জনসংযোগ বিজেপি সাংসদের চক্ষুশূল হয়ে উঠেছে ৷ উনি যাই বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় লাখ লাখ মানুষ আসবেন ৷"

Last Updated :Apr 11, 2023, 8:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.