ETV Bharat / state

Dengue in Bankura: শহরে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, আতঙ্কে এলাকাবাসী

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 2:05 PM IST

Updated : Sep 22, 2023, 6:44 PM IST

বাঁকুড়াতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গির প্রকোপ । তার জেরেই চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতর থেকে পৌরসভার । ইতিমধ্যেই ডেঙ্গি নিধন প্রক্রিয়া শুরু করেছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে ৷

Etv Bharat
Etv Bharat

শহরে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, আতঙ্কে এলাকাবাসী

বাঁকুড়া, 21 সেপ্টেম্বর: কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে আশপাশের জেলাগুলিতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । বাঁকুড়ার চিত্রটাও বেশ উদ্বেগের ৷ সেটাও কোনও প্রত্যন্ত জায়গা নয় খোদ বাঁকুড়া শহরের মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পঞ্চাশের বেশি ৷ এমনটাই খবর পৌরসভা সূত্রে । আর এই ডেঙ্গি পরিস্থিতিকে সামাল দিতে রীতিমতো কাল ঘাম ছুটছে বাঁকুড়া পৌরসভার । তবে ডেঙ্গির প্রকোপ কমাতে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷

বাঁকুড়া শহরের জনবসতি পূর্ণ এলাকা 7, 19 নম্বর ওয়ার্ড ৷ এই এলাকাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব চাইতে বেশি। তাই ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলার জন্য তৎপর পৌরসভা ৷ তার মধ্যেই বেশ কিছু খামতি রয়ে গিয়েছে বলেই মনে করঠেন ডেঙ্গি কবলিত এলাকার বাসিন্দারা । ডেঙ্গি পরিস্থিতির এই বাড়ন্তের জন্য এলাকার বাসিন্দারা নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থাকেই দায়ি করেছন । এলাকাবাসীর অভিযোগ, এইসব এলাকায় যে সমস্ত পুকুর বা নিকাশি নালা রয়েছে সেগুলি ঠিকমতো পরিষ্কার করে না পৌরসভা ৷

এই প্রসঙ্গেই বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার শহরের ডেঙ্গি উদ্বেগ জনক পরিস্থিতির কথা শিকার করে নিয়েছেন ৷ পৌরসভার তরফ থেকে ওইসব এলাকায় নজরদারি চালানো হচ্ছে বলেও জানান ৷ তিনি জানান, নিয়ম করে লোকজনও পাঠানো হচ্ছে এলাকাগুলিকে, ডেঙ্গি পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য একটি মেডিক্যাল টিমও তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন । তাঁর কথার রেশ টেনেই ডেঙ্গি আক্রান্ত বাঁকুড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল রহমান জানান, ইতিমধ্যেই তাঁর ওয়ার্ডে পাঁচ-ছয়জন বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা প্রসার চলছে ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷

আরও পড়ুন: আবারও প্রাণ কাড়ল ডেঙ্গি! দক্ষিণ দমদমে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর

পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক চিকিৎসক ডা: অর্পণ গোস্বামী বলেন, "বাঁকুড়া যেহেতু পৃথিবীর বাইরে নয়, তাই অন্যান্য জেলার মতো এখানেও ডেঙ্গির আক্রান্ত হচ্ছেন মানুষজন ৷ তবে অ্যালার্মিং স্টেজে নেই বাঁকুড়া । তিনি আরও উল্লেখ করেন, ডেঙ্গি এনডেমিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এপিডেমিক ফর্মেও দেখা যায়। তাই মানুষকে সচেতন হয়ে এর মোকাবিলা করতে হবে ।

Last Updated : Sep 22, 2023, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.