ETV Bharat / state

Blood Donation Camp : বাঁকুড়া পুলিশ আয়োজিত রক্তদার শিবির 'উৎসর্গ'

author img

By

Published : May 22, 2022, 9:03 PM IST

Police organised  Blood Donation Camp in Bankura
Blood Donation Camp

জেলাজুড়ে গভীর রক্ত সংকট ! তাই রক্তের অভাব মেটাতে 'উৎসর্গ' প্রকল্পের মাধ্যমে সচেষ্ট হল জেলা পুলিশ । আজ বাঁকুড়া সদর থানায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় (Blood Donation Camp from police)।

বাঁকুড়া, 22 মে : রক্ত এমন জিনিস যা কোনও মেশিন দিয়ে তৈরি করা যায় না, একজনের প্রয়োজনে অপর ব্যক্তিকে এগিয়ে আসতে হয় রক্তদানের মতো মহৎ উদ্দেশ্যে ।

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঁকুড়া জেলার সব ব্লাড ব্যাংকগুলি কার্যত শূন্য । ইতিমধ্যেই জেলাজুড়ে ঘটে গেছে একের পর এক পথদুর্ঘটনা, রক্তের অভাবে প্রাণ গেছে অনেক মানুষের । এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তাই এবার সচেষ্ট হয়েছে জেলা পুলিশ । আজ বাঁকুড়া সদর থানায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা, ডিএসপিডিএন্ডটি সুপ্রকাশ দাস, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, ভাইস চেয়ারম্যান হীরন চট্টরাজ, সদর আইসি দেবাশিস পাণ্ডা-সহ আরও অনেকে (Police organised Blood Donation Camp in Bankura)।

Police organised  Blood Donation Camp in Bankura
বিনামূল্যে চক্ষুপরীক্ষা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়

আরও পড়ুন : Strawberry Cultivation at Mejia : মেজিয়া শিল্পাঞ্চলে কৃষকদের দিশা দেখাচ্ছে স্ট্রবেরি চাষ

শুধু বাঁকুড়া সদর থানায় নয়, পাশাপাশি মেজিয়া, বেলিয়াতোড়, ইন্দপুরেরও এরকম শিবিরের আয়োজন করা হয় । জেলা পুলিশের সিভিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা এই শিবিরে রক্তদান করেন । সারা জেলা জুড়ে কয়েকশো রক্তের ইউনিটের লক্ষমাত্রা রাখা হয়েছে পুলিশের তরফ থেকে । বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা বলেন, "পুলিশের 'উৎসর্গ' প্রকল্পের মাধ্যমে আমরা রক্তের চাহিদা মেটানোর চেষ্টা চালাচ্ছি ৷ ভবিষ্যতে আরও এরকম উদ্যোগ নেওয়া হবে ।" জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন (Blood Donation Camp from police)।

রক্তের অভাব মেটাতে 'উৎসর্গ' প্রকল্পের মাধ্যমে সচেষ্ট হল জেলা পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.