ETV Bharat / state

দুঃস্থদের ত্রাণ বিলি করলেন বিধায়ক চন্দনা

author img

By

Published : Jun 27, 2021, 9:46 PM IST

mla-chandana-bauri-distributed-relief-to-the-poor-people-at-saltora
mla-chandana-bauri-distributed-relief-to-the-poor-people-at-saltora

এদিন ত্রাণ হিসেবে দুঃস্থ পরিবারগুলিকে দেওয়া হয় সাবান, চিড়ে, বিস্কুট, সোয়াবিন ৷ এছাড়াও ছোট ও বড়দের গেঞ্জি-পাজামা দেওয়া হয় ৷ শালতোড়া বিধানসভার বিধায়ক চন্দনা বাউরি নিজের হাতে এলাকার প্রবীণ ও নবীনদের মাস্ক পরিয়ে দেন ।

শালতোড়া (বাঁকুড়া), 27 জুন : ভারত সেবা সামবেদ আশ্রমের পক্ষ থেকে করোনায় বিপর্যস্ত 600 পরিারের জন্যে ত্রাণের ব্যবস্থা করা হয় । এর মধ্যে রবিবার গঙ্গাজলঘাঁটি বড়শাল অঞ্চলের 150টি পরিবারকে ত্রাণ তুলে দিলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি ।

এদিন ত্রাণ হিসেবে দুঃস্থ পরিবারগুলিকে দেওয়া হয় সাবান, চিড়ে, বিস্কুট, সোয়াবিন ৷ এছাড়াও ছোট ও বড়দের গেঞ্জি-পাজামা দেওয়া হয় ৷ শালতোড়া বিধানসভার বিধায়ক চন্দনা বাউরি নিজের হাতে এলাকার প্রবীণ ও নবীনদের মাস্ক পরিয়ে দেন ।

শুনুন কী বললেন চন্দনা বাউরী

আরও পড়ুন: গোসাবায় ত্রাণ নিয়ে হাজির মদন মিত্র

চন্দনা বাউরি বলেন, "শালতোড়া বিধানসভা মোট চারটি মণ্ডল ৷ আজ উত্তর মণ্ডলে ত্রাণ বিতরণ করা হল ৷ অন্য তিনটি মণ্ডলেও ত্রাণ বিলি হবে ৷ যতদিন করোনায় মানুষ অসুবিধায় থাকবেন ততদিন মানুষের পাশে থাকব আমরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.