ETV Bharat / state

House Wife Missing: সন্দেহজনক ভাবে নিখোঁজ গৃহবধূ, আটক স্বামী

author img

By

Published : Aug 18, 2023, 1:16 PM IST

উধাও গৃহবধূ ৷ বাঁকুড়ার শালতোড়া থানার ঢেকিয়া গ্রামের ঘটনা ৷ গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ গৃহবধূর শ্বশুর ও শাশুড়ি ৷

Etv Bharat
প্রতীকী ছবি

বাঁকুড়া, 18 অগস্ট: সন্দেহজনক ভাবে নিখোঁজ গৃহবধূ ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই বাঁকুড়ার শালতোড়া থানার ঢেকিয়া গ্রামে চাঞ্চল্য ছড়ায় ৷ মোনালিসা ঘটক নামের ওই গৃহবধূ হঠাৎই শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । তারপর থেকেই গৃহবধূর শ্বশুর ও শাশুড়িও নিখোঁজ হয়ে গিয়েছেন ৷ ইতিমধ্যেই পুলিশ গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের শীতলপুর গ্রামের বাসিন্দা মোনালিসা চলতি বছরের মে মাসে স্থানীয় বাসিন্দা কাজু ঘটকের বিয়ে করে ৷ তারপর থেকে ঢেকিয়া গ্রামে কাজু ঘটকের বাড়িতেই থাকতে শুরু করেন । পেশায় টোটো চালক কাজুর দাবি, তিনি টোটো মেরামতির জন্য শালতোড়ায় যান ৷ সেই সময়েই তাঁর বাবা ফোনে জানান তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছে ৷ খবর পেয়েই তাড়াতাডি বাড়ি ফিরে আসেন তিনি ৷ দেখেন তাঁর স্ত্রী, বাবা, মা কেউ বাড়িতে নেই ৷ কাজু বিষয়টি মোনালিসার বাপের বাড়িতে ফোন করে তাঁদের মেয়ের নিখোঁজের বিষয়টি জানান ৷

মেয়ের নিখোঁজের খবর পেয়েই ঢেকিয়া ছুটে আসেন মোনালিসার বাবা-মা ৷ অভিযোগ, পণের দাবিতে তাঁদের মেয়ের উপর শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করত ৷ মোনালিসার মায়ের আশঙ্কা তাঁদের মেয়েকে খুন করাও হেয়ে থাকতে পারে ৷ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পাশপাশি মোনালিসার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ সেইসঙ্গে শালতোড়া থানায় কাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷

আরও পড়ুন: পণের দাবিতে খুন গৃহবধূ, ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে

নিখোঁজ গৃহবধূর প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী জানান, বছর ছয়েক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মোনালিসাকে ৷ তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে । সম্প্রতি মোনালিসা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা কাজু ঘটকের সঙ্গে। মে মাসে তাঁর বাড়ি ছেড়ে কাজু ঘটককে বিয়েও করেন মোনালিসা । সেখানেই থাকতেন ৷ এর থেকে তিনি বেশি কিছু জানেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.