ETV Bharat / state

বাসযাত্রীদের ফোন নম্বর নথিভুক্তের অনুরোধ বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

author img

By

Published : Jun 10, 2020, 6:23 PM IST

শুরু হয়েছে বাস পরিষেবা ৷ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে আর আগের মতো বাধা নেই ৷ তাতে সংক্রমণের সম্ভাবনার কথা মাথায় রেখে পরিবহন সংস্থাগুলিকে যাত্রীদের ফোন নম্বর নথিভুক্ত করতে অনুরোধ করলেন বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন ৷

transport organizations
বাঁকুড়া

বাঁকুড়া, 10 জুন : চলতে শুরু করেছে বাস ৷ আর তার জেরেই উঠছে কোরোনা সংক্রমণের প্রশ্ন ৷ কোরোনা সংক্রমণ রুখতে কলকাতাসহ অন্যান্য দূরবর্তী জেলা থেকে আসা যাত্রীদের ফোন নম্বর পরিবহন সংস্থাগুলোকে সংগ্রহ করে রাখতে অনুরোধ করলেন বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন ৷

তিনি বলেন, রবিবার কলকাতা থেকে এক ব্যক্তি বাঁকুড়া আসেন একটি সরকারি বাসে । বাস থেকে নামার আগেই স্বাস্থ্যবিভাগের কাছে খবর আসে ওই ব্যক্তির সম্পর্কে যে তাঁর পরীক্ষা করা হয়েছিল এবং সেই পরীক্ষায় কোভিড পজ়িটিভ পাওয়া গেছে । যেহেতু ওই ব্যক্তি কলকাতায় একটি সরকারি দপ্তরে কর্মরত তাই তাঁর সম্পর্কে তথ্য খুব সহজেই পাওয়া গেছে এবং তিনি বাঁকুড়াতে সরকারি কাজেই আসছিলেন । তবে এরকম ঘটনা যদি অন্য কোনও ব্যক্তির সঙ্গে ঘটে থাকে তাহলে তাঁর সম্পর্কে কোনও তথ্য না থাকলে তাঁকে সনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়বে এবং এর ফলে সংক্রমণের ভয় থাকবে ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন আরও বলেন, যেহেতু এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের আর আগের মতো বাধা নেই । তাই সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ৷ তাই বাসে যাতায়াত করার সময় যাত্রীদের ফোন নম্বর পরিবহন সংস্থাগুলি নথিভুক্ত করে রাখলে সহজেই খুঁজে পাওয়া যাবে এই সমস্ত যাত্রীকে । এর পাশাপাশি কোনও যাত্রী যদি সংক্রমিত অবস্থায় ভিন জেলা থেকে আসেন এবং তাঁর সহযাত্রীদের সে ক্ষেত্রে খুঁজে বের করাটাও সহজ হবে ৷

এবিষয়ে পরিবহন দপ্তরকে অনুরোধ করা হবে বলেও জানান শ্যামলবাবু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.