ETV Bharat / state

Mamata Lambasts Centre Again: কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও 3% ডিএ দিয়েছি, ম্যাজিশিয়ানের মতো টাকা দিতে পারি না; বাঁকুড়ায় তোপ মমতার

author img

By

Published : Feb 17, 2023, 1:37 PM IST

Updated : Feb 17, 2023, 2:19 PM IST

Mamata Banerjee ETV Bharat
মমতা

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আরও 3% ডিএ দিয়েছি (Mamata Lambasts Centre Again)৷ আমি ম্যাজিশিয়ানের মতো টাকা দিতে পারি না ৷ বাঁকুড়ার সভা থেকে এ দিন ফের কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Bankura)৷

বাঁকুড়া, 17 ফেব্রুয়ারি: বাঁকুড়ার সভা থেকে থেকে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Bankura)৷ তাঁর অভিযোগ, বাংলাকে ভাতে মারতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার (Mamata Lambasts Centre Again)৷ এ দিনের সভায় তিনি ছুঁয়ে গিয়েছেন আদানি থেকে শুরু করে ডিএ প্রসঙ্গ ৷

শুক্রবার বাঁকুড়ায় বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই উপলক্ষে আয়োজিত সভায় এ দিন তিনি ফের কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন ৷ তিনি বলেন, বাঁকুড়া থেকেই বিজেপির বেশি প্রতিনিধি ৷ অথচ বাঁকুড়াকে বিজেপি কিছুই দেয়নি ৷ তারা শুধু ভোটের সময় আসে কোকিলের মতো ৷ ভোট হয়ে হয়ে গেলে তারা আবার চলে যায় বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রকে নিশানা করে তিনি আরও বলেন, উত্তরপ্রদেশে মা-মেয়েকে পুড়িয়ে মেরেছে ৷ সেখানে কেন্দ্রীয় দল যায়নি ৷ বিজেপি রাজ্যকে ভাতে মারতে চাইছে ৷ বাংলার মানুষ ভিক্ষা নয়, অধিকার চায় ৷

রাজ্য বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের আরও 3 শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সেই নিয়ে অসন্তোষ আরও তীব্র হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ৷ সেই ক্ষোভ প্রশমনের উদ্দেশে মমতা এ দিন বলেন, "কেন্দ্র শুধু রাজ্য থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে সেই টাকা আর দেয় না ৷ কেন্দ্রের বঞ্চনা সত্বেও 3 শতাংশ ডিএ দিয়েছি ৷ কেন্দ্রীয় সরকার শুধু আদার ব্যাপারীদের টাকা দেবে ৷ আমি তো আর ম্যাজিশিয়ানের মতো টাকা দিতে পারি না ৷ দিল্লির সরকার খাদ্যের জন্যও টাকা কেটে নিচ্ছে ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বনাম বিরোধী নেত্রী ! ডিএ ইস্যুতে মমতার দ্বিচারিতায় ক্ষুব্ধ বিরোধীরা

গত 11 বছরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন বাঁকুড়াবাসীর মাওবাদী আতঙ্ক দূর হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ৷ এ দিন মমতা জানান, গঙ্গাজলঘাঁটিতে জল প্রকল্প তৈরি হবে ৷ যাঁর ফলে উপকৃত হবেন কোটি কোটি মানুষ ৷ এ ছাড়াও আগামী বছর বাংলায় 8 কোটি কর্মদিবস তৈরি হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

তিনি জানান, স্কুলের ড্রেস আগে বাইরের লোক দিয়ে তৈরি করা হত ৷ তবে এখন সেল্ফ হেল্প গ্রুপের হাতেই সেই দায়িত্ব দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, আগামী 5 বছরে 10 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে ৷ উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সংযোগকারী রাস্তা হচ্ছে বলেও জানান তিনি ৷ এ ছাড়াও বাঁকুড়ার পটচিত্র, ডোকরা, বালুচরী, স্বর্ণচরী শাড়ির শিল্পীদের জন্যও আয়ের সুযোগ প্রসারিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মাধ্যমিক-সহ অন্যান্য বোর্ডের পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের আগাম অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাও ৷ সব জায়গায় বাংলাই স্থান পাবে ৷ বাংলা বিশ্বজয় করবে ৷ বাংলা মানুষের হৃদয়ে জায়গা করবে ৷"

Last Updated :Feb 17, 2023, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.