ETV Bharat / state

তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় BJP

author img

By

Published : Oct 21, 2019, 4:52 AM IST

Updated : Oct 21, 2019, 1:08 PM IST

BJP-ই তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে, এই অভিযোগ আনল তৃণমূল ৷ বাঁকুড়ার পাত্রসায়রের নারায়ণপুরে ছড়াল উত্তেজনা ৷

তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় BJP

বাঁকুড়া, 21 অক্টোবর : তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে বাঁকুড়ার পাত্রসায়রে ছড়াল উত্তেজনা ৷ শুক্রবার রাতে পাত্রসায়র থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কার্যালয় ভাঙচুর করে BJP আশ্রিত দুষ্কৃতীরা, তৃণমূলের তরফে অভিযোগ এমনটাই ৷

পাত্রসায়র ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন, ''শুধু নারায়ণপুর নয় গোটা পশ্চিমবঙ্গেই সন্ত্রাস চালাচ্ছে BJP, সেই মতোই সুপরিকল্পিত ভাবে কিছু BJP আশ্রিত দুষ্কৃতীকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে ৷ আমরা তীব্র ধিক্কার জানাই এই ঘটনার ৷ আমরা আইনের পথ নেব৷ আমরা মৌখিকভাবে থানায় জানিয়েছি ৷ এরপর আমরা লিখিত অভিযোগ করব ।''

দেখুন ভিডিয়ো

BJP এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ৷ নারায়ণপুর অঞ্চলের BJP সভাপতি দেবু দিগারের দাবি, ''তৃণমূল যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ কখনওই করতে পারে না ৷ '' তাঁর কথায়, নারায়ণপুরের তৃণমূল সভাপতিকে গতকাল দল থেকে বহিষ্কার করা হয় ৷ তার ফলে নারায়ণপুরে তৃণমূলের দুটো গোষ্ঠী হয়েছে ৷ একটা নতুন সভাপতির পক্ষে, অন্যটি পুরোনো সভাপতির পক্ষে, অর্থাৎ একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর দ্বন্দ্বের কারণেই ভাঙচুর চলেছে ৷

Intro:তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য অভিযোগের তীর গেরুয়া শিবিরে দিকে।

গতরাতে পাত্রসায়ের থানার নারায়ণ পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ করে তৃণমূলের পক্ষ থেকে।Body:পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন শুধু নারায়ণপুর নয় গোটা পশ্চিমবঙ্গেই সন্ত্রাস চালাচ্ছি বিজেপি, সেই রীতি মেনে গত রাতে সুপরিকল্পিত ভাবে কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে আমাদের নারানপুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে এতে করে আমরা তীব্র ধিক্কার জানাই আমরা আইনের পথ নেব আমরা মৌখিকভাবে থানায় জানিয়েছি এরপর আমরা লিখিত অভিযোগ করব।Conclusion:তবে বিজেপি এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে, নারায়ণপুর অঞ্চল বিজেপি সভাপতি দেবু দিগার জানান তৃণমূল যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ কখনোই করতে পারে না তিনি জানান নারানপুরের তৃণমূলের সভাপতি কে গতকাল দল থেকে বহিষ্কার করা হয় তার ফলে নারায়ণপুরে তৃণমূলের দুটো গোষ্ঠী সৃষ্টি হয় একটা নতুন সভাপতির আরেকটা পুরোনো সভাপতির অর্থাৎ একটা গোষ্ঠী আরেক টা গোষ্ঠীর পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির ওপর দোষারোপ করছে।
Last Updated : Oct 21, 2019, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.