ETV Bharat / state

বড়জোড়ায় বিজেপি কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল ; নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী

author img

By

Published : Apr 1, 2021, 4:39 PM IST

বিজেপি -তৃণমূলের রাজনৈতিক চাপানউতোর
বিজেপি -তৃণমূলের রাজনৈতিক চাপানউতোর

বাঁকুড়ার 8টি বিধানসভা আসনের মধ্যে বড়জোড়া কেন্দ্রের 73 , 74 , 81 নম্বর বুথে তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয় ৷ বুথের 100 মিটারের মধ্যে এই ঘটনা ঘটলেও কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ানকে ঘটনাস্থলে দেখা যায়নি ৷ ফলে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷

বড়জোড়া, 1 এপ্রিল : বাঁকুড়ার 8টি বিধানসভা কেন্দ্রে চলছে নির্বাচন ৷ তার মধ্যে আজ ভোটচলাকালীন বড়জোড়া বিধানসভার পখোন্না গ্রামের 73, 74 ও 81 নম্বর বুথে তৃণমূল -বিজেপির মধ্যে অশান্তি শুরু হয় ৷ বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের ভোট দিতে বাধা দেয় তৃণমূলের কর্মীরা ৷ দুই পক্ষের মধ্যে বচসা বাধলেও কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ানকে ধারেকাছে দেখা যায়নি ৷ আর এখানেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ৷ বুথ থেকে 100 মিটারের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটতে পারে ৷

বিজেপি কর্মীদের দাবি, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছিল বড়জোড়া বিধানসভা কেন্দ্রের ভোট ৷ আচমকাই সংশ্লিষ্ট বিধানসভার তৃণমূল প্রার্থী অলোক মুখোপাধ্যায় কয়েকজন তৃণমূল কর্মীকে নিয়ে বুথ পরিদর্শনে যান ৷ তিনি বুথ ছাড়ার পরই কয়েকজন তৃণমূল কর্মী চড়াও হয় বিজেপি কর্মীদের উপর ৷ যার জেরে কয়েকজন বিজেপি কর্মী আহত হন ৷ তাদের আরও দাবি, ঘটনাস্থানে পুলিশ , কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত থাকলেও কোনওরকমভাবে তাদের সাহায্য করেনি ৷

তাদের আরও অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী অলোক মুখোপাধ্যায় ৷ তিনি প্রত্যেকটা বুথ পরিদর্শন করে যাওয়ার পরেই সংশ্লিষ্ট বুথগুলিতে অশান্তি শুরু হয় ৷ মহিলা বিজেপি কর্মীদের উপর হামলারও অভিযোগ ওঠে ৷

যদিও বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ অভিযোগ অস্বীকার করে অলোক মুখোপাধ্যায় ফোনে বলেন, "বিজেপির অভিযোগ ভিত্তিহীন ৷ এরকম কোনও ঘটনাই ঘটেনি ৷ "

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ পাশাপাশি এদিন স্থানীয় বিজেপি নেতা ছাড়া অন্য কোনও নেতাকে বড়জোড়ায় বিজেপি কর্মীদের পাশে দেখা যায়নি ৷

বড়জোড়ায় বিজেপি কর্মীদের উপর হামলা তৃণমূলের, নিস্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন :বড়জোড়ায় ইভিএম বিকল , ঘণ্টাখানেক বন্ধ থাকল ভোটগ্রহণ

প্রসঙ্গত, গত লোকসভা ভোটে এই বড়জোড়া কেন্দ্র থেকেই লিড পেয়েছিল বিজেপি ৷ এবার সেই কেন্দ্রে কোন রংয়ের আবির ওড়ে সেদিকেই তাকিয়ে দুই যুযুধান শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.