ETV Bharat / state

নিরন্নদের অন্ন জোগাচ্ছে বাঁকুড়া পুলিশ

author img

By

Published : May 18, 2021, 6:22 PM IST

Updated : May 18, 2021, 10:16 PM IST

বাঁকুড়ার পুলিশ 'উজ্জীবন প্রকল্প'-এর মাধ্যমে দুঃস্থ মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিল ৷ পুলিশের এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছে সব মহলই ৷

নিরন্নদের মুখে অন্ন জোগাচ্ছে বাঁকুড়া পুলিশ
নিরন্নদের মুখে অন্ন জোগাচ্ছে বাঁকুড়া পুলিশ

বাঁকুড়া , 18 মে : বাংলায় কার্যত লকডাউন পরিস্থিতি ৷ কাজ হারিয়েছেন অনেকেই ৷ খাবার জুটছে না অনেকের ৷ ভরপেট খাবার পাওয়া তো দুরের কথা , দু‘বেলাই খাবার জুটছে না তাঁদের ৷ এই পরিস্থিতিতে সেইসব দুঃস্থদের পাশে দাঁড়াল বাঁকুড়া পুলিশ ৷ তাঁদের 'উজ্জীবন প্রকল্প' নিয়ে ৷

বেশ কিছু বছর আগে জেলাজুড়ে অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল বাঁকুড়া পুলিশ ৷ সেইমতো আজ সকাল থেকে বিষ্ণুপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় মোট 70 জনের মুখে খাবারের প্যাকেট তুলে দিল তারা ৷ বাঁকুড়া মহকুমার বিষ্ণুপুর থানা, কোতলপুর থানা ও জয়পুর থানা ৷ এই তিন থানা এলাকার অন্তর্ভুক্ত এলাকাগুলিতে হতদরিদ্রদের মুখে খাবার তুলে দেবে তারা ৷ যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিষ্ণুপুর থানার এক পুলিশ আধিকারিক ৷

নিরন্নদের অন্ন জোগাচ্ছে বাঁকুড়া পুলিশ

বিষ্ণুপুর থানার এসডিপিও মহম্মদ কুতুব খান বলেন , "একে গরম ৷ তার উপর কার্যত লকডাউন ৷ এই পরিস্থিতে কাজ হারিয়েছেন অনেকেই ৷ তাই তাঁদের মুখে অন্তত একবেলা খাবার তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হল ৷ যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন আমাদের পক্ষ থেকে এই কর্মসূচি চলবে ৷ " পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বিষ্ণুপুর থানা এলাকার মোট 70 জনের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হল ৷ খাবরের মধ্যে ছিল ভাত, মাছ, ডাল, তরকারি ৷

বাঁকুড়ার পুলিশের এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছে সব মহল ৷ পাশাপাশি পুলিশের সাহায্যে খাবার পেয়ে খুশি সকলেই ৷

আরও পড়ুন :আজ নয়, আগামীকালই হবে শুনানি; আগের নির্দেশই বহাল হাইকোর্টের

Last Updated : May 18, 2021, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.