ETV Bharat / state

Duare Doctor: প্রত্যন্ত জঙ্গলমহলে দুয়ারে ডাক্তার, হাজির মেডিক্যাল কলেজের 42 চিকিৎসক

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 2:55 PM IST

Duare Doctor in Bankura Jangal Mahal: বাঁকুড়ার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় হয়ে গেল একদিনের দুয়ারে ডাক্তার শিবির ৷ 42 জন চিকিৎসককে নিয়ে রোগীদের কাছে পৌঁছে গেল বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দল ৷

Duare Doctor
জঙ্গলমহলে দুয়ারে ডাক্তার

বাঁকুড়া, 12 সেপ্টেম্বর: জঙ্গলমহলে দুয়ারে ডাক্তার শিবির ৷ বিভিন্ন বিভাগের চিকিৎসা পরিষেবা দিতে প্রত্যন্ত গ্রামের রোগীদের কাছে পৌঁছল বাঁকুড়া মেডিক্যাল কলেজের অভিজ্ঞ চিকিৎসক দল । বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলের ফুলকুশমা একদিনের জন্য নিজের গ্রামে দেখল পুরো বাঁকুড়া মেডিক্যাল কলেজকে । অভিজ্ঞ চিকিৎসক দলের কাছ থেকে পরিষেবা পেয়ে খুশি জঙ্গলমহল ।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে 70 কিমি দূরে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম ফুলকুশমা । এই সমস্ত এলাকার মানুষকে রোগের জ্বালায় অনেক কষ্ট করে ছুটে যেতে হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজে । এ বার রোগীদের দরজায় এসে পৌঁছে গেল বাঁকুড়া মেডিক্যালের চিকিৎসক দল ।

মঙ্গলবার সকালে শাল পিয়াল মহুয়ার জঙ্গলের রাস্তা ধরে ফুলকুশমায় পৌঁছয় বাঁকুড়া মেডিক্যালের বিভিন্ন বিভাগের চিকিৎসক দল । ফুলকুশমা স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী ক্যাম্প করে মেডিসিন, নিউরো, হার্ট, চক্ষু, শিশু, স্ত্রী-রোগ-সহ 15 টি বিভাগের 42 জন চিকিৎসক পরিষেবা দেওয়ার কাজ শুরু করে দেন । চিকিৎসক দল গ্রামে আসছে খবর পেয়ে বিভিন্ন রোগের অসুবিধা নিয়ে ভীড় জমান স্থানীয় মানুষজন । টিকিট কেটে বিভিন্ন রোগের চিকিৎসা করান তাঁরা ৷ শুধু চিকিৎসা পরিষেবা নয়, এই পরিষেবার পাশাপাশি রক্ত পরীক্ষা, ইসিজি ও মেডিসিন পরিষেবাও দেওয়া হয় এ দিনের দুয়ারে ডাক্তার শিবির থেকে ।

আরও পড়ুন: 'দুয়ারে ডাক্তার' শিবির না করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক দেওয়ার দাবি সুন্দরবনের মানুষদের

যাঁরা এতদিন চিকিৎসকের কাছে ছুটে যেতেন, সেই চিকিৎসকেরাই গ্রামে আসাতে খুশি গ্রামের মানুষজন । দুয়ারে ডাক্তার শিবিরে বিভিন্ন রোগের চিকিৎসা পেয়ে আপ্লুত এলাকার বাসিন্দারা বললেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই একদিনের দুয়ারে ডাক্তার কর্মসূচিতে এই সমস্ত এলাকার মানুষের অনেক সুবিধা হয়েছে ।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডা. সপ্তর্ষি চট্টোপাধ্য়ায় জানান, "দুয়ারে সরকার যে প্রকল্প শুরু হয়েছে তার অঙ্গ হল এই দুয়ারে ডাক্তার প্রকল্প ৷ প্রত্যন্ত এই ফুলকুশমার মানুষ কষ্ট করে এত দূরে এসে চিকিৎসা করানোর থেকে, আমরাই সিদ্ধান্ত নিলাম পুরো মেডিক্যাল কলেজকে নিয়ে এখানে আসব ৷ এতে মানুষের অনেকটাই সুবিধা হবে বলে আশা করি ৷"

বর্তমান রাজ্য সরকারের এই কর্মসূচিতে উপকৃত হয়েছেন জঙ্গলমহলের খেটে খাওয়া আমজনতা । এই উদ্যোগ আগামী দিনেও নেওয়া হোক, এটাই চাইছেন স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.