ETV Bharat / state

মাদারিহাটে হাতির হানায় মৃত 2

author img

By

Published : Jan 9, 2020, 8:03 PM IST

image
মৃত দু'জন

ই প্রসঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল বলেন," গভীর জঙ্গল থেকে দু'জনের মৃতদেহ পাওয়া যায় । আমাদের প্রাথমিক অনুমান, হাতির আক্রমণে দু'জনের মৃত্যু হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।"

আলিপুরদুয়ার, 9 জানুয়ারি : ফের মাদারিহাটে হাতির হানা । মৃত্যু হল এক মহিলা ও তাঁর স্বামীর । হাত-পা ভাঙা অবস্থায় তাঁদের মৃতদেহ উদ্ধার হয় । আলিপুরদুয়ারের মাদারিহাটের ঘটনা ।

মৃত ব্যক্তির নাম সানু কামি (60) ও মহিলার নাম গীতা কামি (57) । তাঁদের বাড়ি মাদারিহাট থানার পূর্ব খয়েরবাড়ি এলাকায় । দু'জনেই পূর্ব খয়েরবাড়ি সংলগ্ন জলদাপাড়া জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান । তারপর থেকেই দু'জন নিখোঁজ হয়ে যান । রাত হয়ে গেলেও ফিরে না আসায় পরিবারের লোকেরা তাঁদের খোঁজাখুঁজি শুরু করে ৷ কিন্তু স্বামী-স্ত্রী'র কোনও খোঁজ পাওয়া যায়নি । এবারে পরিবারের সদস্যরা মাদারিহাট থানা ও বনবিভাগের দ্বারস্থ হয় । এরপর আজ সকাল থেকে তল্লাশি শুরু করে পুলিশ ও জলদাপাড়া উদ্যান কর্তৃপক্ষ । অবশেষে সকাল 11 টা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

এই প্রসঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল বলেন," গভীর জঙ্গল থেকে দু'জনের মৃতদেহ পাওয়া যায় । আমাদের প্রাথমিক অনুমান, হাতির আক্রমণে দু'জনের মৃত্যু হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।"

Intro:আলিপুরদুয়ার:-হাতির হানায় মৃত্যু হল স্বামী ও স্ত্রী দুজনের।মৃত স্বামী-স্ত্রীর দুজনের হাত,পা শূড় দিয়ে আছাড়ে ভেঙ্গে ফেলেছে হাতি।

Body:বনদফতরের অনুমান হাতির আক্রমন থেকে এক জন অন্য জনকে বাচাতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে । মাদারিহাট থানার পুলিশ জানিয়েছে মৃত স্বামী স্ত্রীর নাম সানু কামি (60) ও তার স্ত্রী গীতা কামি (57)। মৃতদের বাড়ি মাদারিহাট থানার পূর্ব খয়েরবাড়ি এলাকায়। মৃত স্বামী,স্ত্রী বুধবার বিকেলে পূর্বখয়েরবাড়ি সংলগ্ন জলদাপাড়া জঙ্গলে যায় জ্বালানি কাঠ সংগ্ৰহ করতে। তারপর থেকেই দুজন নিখোজ হয়ে যায়। রাত হয়ে গেলেও দুজন ফিরে না আসায় পরিবারের লোকেরা দুজনকে খুজতে বেড় হয়। তবে রাতে তারা নিখোজ দুজনকে কোথায় খুজবে তা নিয়ে ধন্ধে পড়ে যায় বাড়ির লোক। এরপর তারা মাদারিহাট থানা এবং বনবিভাগের দ্বারস্থ হয়। তবে রাতে কিচ্ছুক্ষণ খোজার পর তল্লাশি বন্ধ করে দেওয়া হয়। বৃ্হস্পতিবার সকাল থেকে ফের দুজনের খোজে তল্লাশি শুরু করে পুলিশ ও জলদাপাড়া উদ্যান কতৃপক্ষ। এদিন সকাল ১১ টা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের গভির জঙ্গল থেকে এক সাথে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে উদ্যান কতৃপক্ষ। ঘটনাস্থলে মাদারিহাট থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠিয়েছে।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি,এফ,ও কুমার বিমল জানিয়েছেন গভির জঙ্গল থেকে দুজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আমাদের প্রাথমিক অনুমান হাতির আক্রমনে দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন যানা যাবে।


Conclusion:মাদারিহাট থানার ও,সি অনির্বান মজুমদার জানিয়েছেন মৃতদেহ দুটি আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.