ETV Bharat / state

TMC Agitation: চা-শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও তৃণমূলের

author img

By

Published : Feb 3, 2023, 8:23 PM IST

TMC Agitation
TMC Agitation

চা শ্রমিকদের ন্যায্যা পাওনা না দিলে বিজেপি সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ সেই মোতাবেক শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল ৷

আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

জলপাইগুড়ি, 3 ফেব্রুয়ারি: চা-শ্রমিকদের (Tea Labour) ন্যায্য পাওনার দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার (Union Minister John Barla) বাড়ি ঘেরাও করে ধরনায় বসলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা তথা আইএনটিটিইউসি (INTTUC)-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূলের দাবি, চা-শ্রমিকদের পিএফের সমস্যা ডিসেম্বর মাসের মধ্যে সমাধান না হলে জানুয়ারি মাস থেকে উত্তরের সব বিজেপি (BJP) বিধায়ক, সাংসদের বাড়ি চা-শ্রমিকরা ঘেরাও করে রাখার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন । সেই মোতাবেক শুক্রবার আলিপুরদুয়ারের বানারহাটের লক্ষ্মীপাড়া চা-বগানে বারলার বাড়ির সামনে অবস্থানে বসেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা । সেই ধর্না মঞ্চে যোগ দেন ঋতব্রতও ।

তৃণমূলের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অভিযোগ কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতার কারণে চা-শ্রমিকেরা পিএফ থেকে বঞ্চিত হচ্ছেন । অবসরের পরেও চা-শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের ঘোষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন । কেন্দ্রের বিজেপি সরকার চরম মিথ্যাচার করছে এই নিয়ে ৷

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় মালবাজারের সভায় বলে গিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে যদি চা-শ্রমিকদের দাবিদাওয়া না মেটানো হয়, তাহলে বিজেপি সাংসদ, বিধায়কদের বাড়ি ঘেরাও হবে । আমরা 5 তারিখ পর্যন্ত জন বারলার বাড়ির সামনে অবস্থান করব । বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও করে চা শ্রমিকদের পাওনাগন্ডার জবাব চাইতে আমরা এসেছি । গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা বাড়ি ঘেরাও করছি ।’’

তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘শ্রমিকরা কেন পিএফের টাকা পাচ্ছেন না ? শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা কেন স্টাইপেন্ড পাচ্ছে না ? এর জবাই চাইতে এসেছি । এমনকি বাজেটে চা-বাগানের জন্য কী বরাদ্দ হল, তা জানতে এসেছি । সাতটি বন্ধ চা-বাগান অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) গেজেট নোটিফিকেশন করেছিলেন । কিন্তু একটি বাগানও অধিগ্রহণ করা হয়নি ।’’

তিনি আরও বলেন, ‘‘আগামিকাল আমি রাজু বিস্তার বাড়ির সামনে অবস্থানে বসব ।’’ প্রসঙ্গত, রাজু বিস্তাও বিজেপির সাংসদ৷ তিনি 2019 সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে জয়ী হয়েছিলেন ৷

আরও পড়ুন: চা শ্রমিকদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.