ETV Bharat / state

2 দিনে 3টি খুন, জয়গাঁয় সিরিয়াল কিলিং ?

author img

By

Published : Jun 15, 2020, 7:25 AM IST

একের পর এক খুন । সব একই প্যাটার্ন । একই ছক । গলার নলি কাটা । আর এতেই আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের জয়গাঁ থানা এলাকায় ।

সিরিয়াল কিলারের আতঙ্ক
সিরিয়াল কিলারের আতঙ্ক

আলিপুরদুয়ার, 14 জুন : দুই দিনের মধ্যে তিনটি খুন । এক যুবক । দুই যুবতি । একইভাবে খুন তিনজন । গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে । একই প্যাটার্ন । একই ছক । তবে কি কোনও সিরিয়াল কিলিং ? আপাতত এই আতঙ্কেই রাত কাটছে জয়গাঁয় । জয়গাঁ লাগোয়াই ভারত-ভুটান সীমান্ত । দেশের সীমানা পার করে আতঙ্ক ছড়িয়েছে ভুটানেও । এদিকে একের পর এক খুনের ঘটনায় ধন্দে পুলিশও । খুনের তদন্তে এখনও পর্যন্ত কোনও বিশেষ অগ্রগতির দিশা দেখাতে পারেনি জয়গাঁ থানা । আর এতেই আরও আতঙ্ক বাড়ছে জয়গাঁবাসীর । কাঠগড়ায় তোলা হচ্ছে পুলিশি ব্যর্থতাকেও । থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মীরা ।

জয়গাঁ গ্রামপঞ্চায়েতের কর্মী রোমিত রোকা ছেত্রি । বয়স 23 । দু'দিন আগে (12 জুন) মংলাবাড়ির তোর্ষা নদীর চর থেকে উদ্ধার হয় তাঁর দেহ । গলার নলি কাটা । চাপ চাপ রক্ত জমে আছে দেহের আশেপাশে । সেই সময়ে সিরিয়াল কিলিংয়ের বিষয়টি মাথায় আসেনি কারও । কিন্তু সেই খুনের রেশ কাটতে না কাটতেই ফের খুন । গতকাল রাত তখন প্রায় দেড়টা । বড় মেচিয়া বস্তির রাস্তা । সেখান থেকেই উদ্ধার হয় এক যুবতির দেহ । সেই একই প্যাটার্ন । গলার নলি কেটে খুন । মৃতের নাম সোনম । বয়স 24 । পুলিশ এসে দেহ নিয়ে যায় । এরপর ভোরের আলো তখনও ভালোভাবে ফোটেনি । ফের খুন । মেচিয়াবস্তির ওই একই জায়গায় রাস্তায় পাশের এক ঝোপ থেকে উদ্ধার আরও একটি দেহ । এবারও ফের একই প্যাটার্ন । একই ছক । পড়ে রয়েছে গলার নলি কাটা আরও এক যুবতির নিথর দেহ । ফিনকি দিয়ে রক্ত ছুটে ঝোপের পাতাগুলির মধ্যে লেগে রয়েছে । তখনও পুরোপুরি শুকোয়নি রক্তের দাগ । নাম ছিরিং । বয়স 23 ।

শহরে একের পর এক খুন । প্রত্যেকটির একই প্যাটার্ন । একই ছক । আর এতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । আজ সকালে তৃতীয় দেহটি উদ্ধার করে পুলিশ থানায় পৌঁছাতেই জয়গাঁর এক ও দুই অঞ্চল তৃনমূলের তরফে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু হয় । স্থানীয়রা জানিয়েছেন, মৃত দুই যুবতিই ভুটানের ফুন্টশোলিং জেলার বাসিন্দা । তাঁরা কাজের সূত্রে জয়গাঁর মেচিয়া বস্তিতে এসে ঘর ভাড়া করে থাকতেন ।

এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই আজ সকালে ঘটনাস্থান পরিদর্শনে আসেন জয়গাঁর SDPO এল টি ভুটিয়া এবং জয়গাঁ থানার OC দীপঙ্কর সাহা । তবে খুনের বিষয়ে পুলিশ সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চায়নি । আজ জয়গাঁ থানা ঘেরাওয়ের নেতৃত্ব দেন জয়গাঁ এক নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি তথা জয়গাঁ 1 নম্বর পঞ্চায়েত প্রধান বিষ্ণু লামা । আজ থানা ঘেরাও করে বিষ্ণুবাবু অভিযোগ করে বলেন, "জয়গাঁ পুলিশ নির্বিকার । জয়গাঁকে কেন্দ্র করে ভুটানে অবৈধ পাচারের ঘটনা দিনদিন বেড়ে চলেছে । বাড়ছে খুনের ঘটনা । মাত্র দুই দিনে তিনটি খুনের ঘটনা ঘটে গেল জয়গাঁতে । এখন পঞ্চায়েত অফিসে কর্মরত যুবকের মৃত্যু ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ । ফের আবার নতুন করে জোড়া খুন । আমাদের দাবি অবিলম্বে খুনে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে । পাশাপাশি জয়গাঁ শহর থেকে অবৈধ চোরাচালানের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক চোরাকারবার বন্ধ করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.