ETV Bharat / state

মাদারিহাটে ইটভাটায় কর্মরত ভিনরাজ্যের শ্রমিকদের রেশন সামগ্রী দিল প্রশাসন

author img

By

Published : Apr 3, 2020, 9:11 PM IST

মাদারিহাটের ইটভাটায় কাজ করেন ভিনরাজ্যের একাধিক শ্রমিক ৷ লকডাউনের জেরে তাঁরা এখানেই আটকে পড়েছেন ৷ তাঁদের হাতে রেশন সামগ্রী তুলে দিল মাদারিহাট ব্লক প্রশাসন ৷

Madarihat block administration
রেশন প্রদান মাদারিহাট ব্লক প্রশাসনের

আলিপুরদুয়ার , 3 এপ্রিল : লকডাউনের জেরে মাদারিহাটের ইটভাটায় আটকে পড়েছেন ভিনরাজ্যের শ্রমিকরা ৷ মাদারিহাট ব্লক প্রশাসনের তরফে আজ ভিনরাজ্যের 520 জন শ্রমিকের পরিবারের হাতে রেশন সামগ্রী তুলে দিল মাদারিহাট ব্লক প্রশাসন ।

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে একাধিক ইটভাটা রয়েছে ৷ আর সেই সব ইটভাটায় ভিনরাজ‍্য ও ভিন জেলার একাধিক শ্রমিক কাজ করে । লকডাউনের কারণে তারা আটকে পড়েছে ৷ পাশাপাশি খাদ্য সংকটেও ভুগছে ৷ এই অবস্থায় 520 জন শ্রমিকের পরিবারকে ব্লক প্রশাসনের তরফে রেশন সামগ্রী দেওয়া হল । এই প্রসঙ্গে BDO শরণ তামাং বলেন , "আটকে পড়া শ্রমিকদের পরিবারকে ছয় কেজি করে রেশন দেওয়া হয়েছে ৷ যতদিন লকডাউন চলবে , ততদিন পর্যন্ত রেশন দেওয়া হবে ৷"

কোরোনা মোকাবিলায় ব্লক প্রশাসনের তরফে একাধিক উদ‍্যোগ নেওয়া হয়েছে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে । জনগণের সুবিধার্থে হেল্পডেস্কও খোলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.