ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় ডুয়ার্সকন্যায় জীবাণুনাশক স্প্রে দমকলের

author img

By

Published : Apr 2, 2020, 9:51 PM IST

Fire brigade sprayed chemical water to prevent corona at duarskanya, alipurduar
কোরোনা মোকাবিলায় ডুয়ার্সকন্যায় জীবাণুনাশক জল স্প্রে করল দমকল বিভাগ

আলিপুরদুয়ারে কোয়ারান্টাইন সেন্টার তৈরি হওয়ার 24 ঘন্টার মধ্যেই আজ প্রশাসনিক ভবন স্যানিটাইজ়েশনের কাজ হল ৷ আলিপুরদুয়ার দমকল বিভাগের তরফে এই কাজ করা হয় ।

আলিপুরদুয়ার , 2 এপ্রিল : কোরোনা মেকাবিলায় যথেষ্ট তৎপর রাজ্য ৷ আজ জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় জীবাণুনাশক স্প্রে করা হল ৷ আলিপুরদুয়ারে কোয়ারান্টাইন সেন্টার তৈরি হওয়ার 24 ঘন্টার মধ্যেই আজ প্রশাসনিকভবন স্যানিটাইজ়েশনের কাজ হল ৷ আলিপুরদুয়ার দমকল বিভাগের তরফে এই কাজ করা হয় ।

আজ বেলা 12টা থেকে 15 জন দমকলকর্মী মিলে ছ'তলার প্রশাসনিক ভবন জীবাণুমুক্ত করার কাজ করেন । জেলার প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দুরত্বে রয়েছে ইন্ডোর স্টেডিয়াম ৷ সেখানেই তৈরি করা হচ্ছে কোয়ারান্টাইন সেন্টার । সেখানে সেন্টারের কাজ প্রায় শেষ পর্বে ৷ তার আগেই ডুয়ার্সকন্যায় জীবাণুনাশক স্প্রে করে স্যানিটাইজ়েশনের কাজ করলেন দমকল বিভাগের কর্মীরা ।

শহরে তৈরি হওয়া কোয়ারান্টাইন সেন্টারের পিছনে অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আলিপুরদুয়ার ডিপোতেও জীবাণুনাশক স্প্রে করা হয় । এছাড়াও ইন্ডোর স্টেডিয়ামে দফায় দফায় চলছে জীবাণুনাশক স্প্রে করার কাজ । আজ আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ও কোরোনা আইসোলেশন সেন্টার আয়ূষ হাসপাতালেও জীবাণুনাশক স্প্রে করে দমকল বিভাগের কর্মীরা ।

আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, " এবার থেকে জেলায় কোরোনা কোয়ারেন্টাইন সেন্টার সহ আইসোলেশন সেন্টার এবং জেলা প্রশাসনিক ভবন সহ সব জায়গায় নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.