ETV Bharat / state

আলিপুরদুয়ারে নাবালিকাকে ধর্ষণের পর খুন, গ্রেপ্তার যুবক

author img

By

Published : Feb 26, 2020, 5:26 PM IST

raped and murdered a nine years old girl
নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

ফুঁসলিয়ে বাড়িতে ডেকে এনে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ । আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভলকা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ।

আলিপুরদুয়ার, 26 ফেব্রুয়ারি : এক নাবালিকাকে প্রথমে ধর্ষণ, তারপর খুন করে নদীর ধারে পুঁতে রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । নাম শম্ভু রায়(28) । আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভলকা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ।

মঙ্গলবার সন্ধ্যায় নাবালিকাকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে যায় ওই যুবক । তখন তার স্ত্রী বাড়িতে ছিল না । অভিযোগ, এই সুযোগে ওই নাবালিকাকে সে ধর্ষণ করে। তারপর গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে ৷ পরে রায়ডাক নদীর ধারে তার মৃতদেহ পুঁতে দেয় । ওই দিন রাতে বাড়ি না ফেরায় মেয়েকে খুঁজতে বের হয় ওই নাবালিকার মা । অভিযুক্ত ওই যুবককে জিজ্ঞাসা করা হলে সে তার মেয়েকে দেখেনি বলে জানায়। ইতিমধ্যেই বাড়িতে চলে আসে অভিযুক্তর স্ত্রী । নাবালিকার জুতো বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তার । এদিকে নাবালিকার খোঁজ না পেয়ে থানায় যায় নাবালিকার পরিবার । শম্ভুর বিরুদ্ধে অভিযোগ জানায় নাবালিকার বাবা-মা । রাতেই অভিযোগের ভিত্তিতে শম্ভুকে গ্রেপ্তার করে বারোবিশা ফাঁড়ির পুলিশ ।

মঙ্গলবার রাতেই রায়ডাক নদীর চর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয় । অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ । তাকে জেল হেপাজতে পাঠিয়েছে আলিপুরদুয়ার আদালত ৷ শনিবার ফের অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে ।

বুধবার সকালে ঘটনাস্থানে যায় উত্তরবঙ্গের IG আনন্দ কুমার এবং জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি সহ অন্য পুলিশ আধিকারিকরা । অমিতাভ মাইতি বলেন, নাবালিকার বাবার সঙ্গে ওই যুবকের বন্ধুত্ব আছে । সেই সূত্রেই তাদের বাড়িতে যেত সে । ঘটনার সময় অভিযুক্তর স্ত্রী বাড়িতে ছিলো না । সেই সুযোগে অভিযুক্ত এই ঘটনাটি ঘটায় । তাকে গ্রেপ্তার করা হয়েছে । সে ঘটনার কথা স্বীকার করেছে।

আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস বলেন, ‘‘নিন্দনীয় ঘটনা । আমরা চাই অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি হোক ।’’ আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ঘটনাটি বেদনাদায়ক । পুলিশকে বলার সঙ্গে সঙ্গেই পুলিশ পদক্ষেপ করেছে । অভিযুক্তর কঠিন শাস্তি হওয়া উচিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.