ETV Bharat / state

করোনা মোকাবিলায় তৎপর কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ

author img

By

Published : May 18, 2021, 11:05 PM IST

করোনা মোকাবিলায় তৎপর কালচিনির বিডিও প্রশান্ত বর্মন
করোনা মোকাবিলায় তৎপর কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

নিজের অফিসে বসে না থেকে নিজের কর্তব্যে অবিচল কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ । নিজের ব্লককে করোনার গ্রাস থেকে রক্ষা করতে দলবল নিয়ে দিন রাত এক করে কাজ করে চলছেন ।

কালচিনি, 18 মে : নিজের কাঁধে করে খাদ্য সামগ্রীর বস্তা পৌঁছে দিচ্ছেন ৷ কখনও আবার পিপিই কিট পরে নিজেই চা বাগানের শ্রমিকদের সোয়াব টেস্ট নিচ্ছেন ৷ বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন ৷ করোনার দ্বিতীয় ঢেউ থেকে নিজের এলাকাকে রক্ষা করতে কোমর বেঁধে নেমে পড়েছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ ৷

করোনা যুদ্ধে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন । রাজ্যে করোনাকে সামাল দিতে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । বন্ধ সমস্ত সরকারি-বেসরকারি দফতর । ঠিক এই সময়েই নিজের অফিসে বসে না থেকে নিজের কর্তব্যে অবিচল কালচিনির বিডিও প্রশান্ত বর্মন । নিজের ব্লককে করোনার গ্রাস থেকে রক্ষা করতে দলবল নিয়ে দিন রাত এক করে কাজ করে চলছেন । করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা পরিবারগুলির কাছে খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন বিডিও সাহেব । কখনও আবার স্বাস্থ্য দফতরের দল নিয়ে পি.পি.ই কিট পরে বেরিয়ে পড়ছেন চা বাগানে শ্রমিকদের করোনা টেস্ট করতে । তকমা মিলেছে কালচিনির কোভিড হিরোর । তা নিয়ে অবশ্য মাথা ঘামাতে নারাজ এই ব্লক প্রশাসক । তিনি চান করোনা মহামারীতে যাতে সবাই একসঙ্গে এগিয়ে এসে এই যুদ্ধে শামিল হয় ।

আরও পড়ুন : গাছে আইসোলেশন থাকা যুবক করোনা মুক্ত

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখায় 1 লাখ 31 হাজার 560 জন । আলিপুরদুয়ার জেলাতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা 744 জন । এই জেলাতেই রয়েছে রাজ্যের অন্যতম প্রত্যন্ত ব্লক কালচিনি । জঙ্গল, পাহাড়, চা বাগান এবং আন্তর্জাতিক সীমানা এই নিয়েই কালচিনি ব্লক । আজ থেকে ছয় মাস আগে এই প্রত্যন্ত ব্লককেই সামলানোর দায়িত্ব পান ডব্লিউবিবিএস প্রশান্ত বর্মন ।

করোনা মোকাবিলায় তৎপর কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

ছমাস পার হতেই রাজ্যের পাশাপাশি কালচিনি ব্লকেও থাবা বসিয়েছে কোভিড ভাইরাস । আর ভাইরাসের এই ভয়াল আক্রমণ থেকে এলাকাবাসীকে বাঁচাতে প্রায় একার হাতেই দায়িত্ব তুলে নিয়েছেন বিডিও প্রশান্ত বর্মন । অন্য কারও হাতে দায়িত্ব না দিয়ে নিজেই খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন করোনা আক্রান্তের বাড়িতে । রাস্তায় বেরিয়ে সকলকে সতর্ক করছেন । পথচলতি মানুষদের সঙ্গে আলাপ করছেন । ব্লকের আধিকারিকের এমন উদ্যোগ দেখে একে একে ব্লকের কর্মীরাও যুক্ত হয়েছেন তার সঙ্গে । ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ কুমার বর্মন এবং বেশ কিছু কর্মীকে নিয়ে গঠিত হয়েছে একটি দল । আর এই দলই এখন ছুটে বেড়াচ্ছে ব্লকের এ প্রান্ত থেকে ও প্রান্ত । যেন সকলকে অভয় দিয়ে বলছেন 'করোনাতে ভয় নেই, আমরা আছি আপনাদের সঙ্গে'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.