ETV Bharat / state

ASI Body found : চা বাগানের ঝোপ থেকে উদ্ধার নিখোঁজ পুলিশ কর্মীর দেহ

author img

By

Published : Dec 5, 2021, 3:48 PM IST

Updated : Dec 5, 2021, 4:04 PM IST

ঝোপ থেকে উদ্ধার হল নিখোঁজ পুলিশ কর্মীর দেহ (ASI Body found) ৷ আলিপুরদুয়ারের হাসিমারার ঘটনায় বাড়ছে রহস্য ৷ প্রয়াত এএসআই রতন কর বুধবার থেকে নিখোঁজ ছিলেন ৷ রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয় ৷ তিনি জয়গাঁ থানার ট্রাফিক বিভাগের দায়িত্বে ছিলেন ৷

asi body recover in tea garden of hasimara
ASI Body found : চা বাগানের ঝোপ থেকে উদ্ধার নিখোঁজ পুলিশকর্মীর দেহ

হাসিমারা, 5 ডিসেম্বর : নিখোঁজ হওয়ার চারদিনের মাথায় উদ্ধার হল আলিপুরদুয়ারের জয়গাঁ ট্রাফিক পুলিশের এএসআই রতন করের দেহ ৷ রবিবার হাসিমারার 10 নম্বর এলাকায় চাবাগানের একটি ঝোপ থেকে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার করা হয় (ASI Body found) ৷ এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে-সহ অন্য পুলিশ আধিকারিকরা ৷ যেখানে রতন করের দেহ মিলেছে, তার আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ৷ তল্লাশিতে নামানো হয়েছে পুলিশ কুকুর ৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : SI Death Controversy : এসআই-এর মৃত্যুতে খুনের অভিযোগ স্ত্রীর, অন্য পুলিশ আধিকারিককে নিয়ে সন্দেহ

কর্মস্থল আলিপুরদুয়ার হলেও রতন কর ছিলেন কোচবিহারের বাসিন্দা ৷ গত বুধবার বাড়ি থেকে সরাসরি জয়গাঁ থানায় পৌঁছন তিনি ৷ এই থানারই ট্রাফিক বিভাগের দায়িত্বে ছিলেন এএসআই রতন কর ৷ বুধবার দুপুর 2টো নাগাদ হাসিমারা পুলিশ চেক পয়েন্টের দিকে রওনা দেন তিনি ৷ তাঁর স্ত্রী সীতা করের দাবি, বুধবার প্রথমে জয়গাঁ পৌঁছে এবং পরে ডিউটিতে যোগ দিতে যাওয়ার আগে মোবাইলে তাঁর সঙ্গে কথা বলেছিলেন রতন ৷ এমনকী, বুধবারের খাবার বাড়ি থেকেই সঙ্গে করে এনেছিলেন তিনি ৷ সুতরাং, প্রতিদিনের রুটিনের বাইরে তাঁর অন্য কোনও পরিকল্পনা ছিল না বলেই অনুমান পুলিশের ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো মোটরবাইকেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এএসআই রতন কর ৷ এলাকার সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়েছে ৷ কিন্তু, ফুটেজ রয়েছে দলসিংপাড়া পর্যন্ত ৷ তারপর তিনি কোথায় গিয়েছিলেন, কোন উদ্দেশ্যে গিয়েছিলেন, সেই বিষয়ে আর কোনও তথ্যই পুলিশের হাতে আসেনি ৷ বস্তুত, বুধবার দুপুরের পর রতন করের আর কোনও খোঁজই পাওয়া যায়নি ৷ বিষয়টি সামনে আসতেই রতন করের খোঁজে তল্লাশি শুরু হয় ৷ এমনকী, বন দফতরের সহযোগিতায় কুনকি হাতি নিয়ে জঙ্গলের ভিতরেও তল্লাশি চালায় পুলিশ ৷ কিন্তু, তাতে লাভ হয়নি কিছুই ৷ এরপর রতন করের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ ৷ তার জেরেই রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয় ৷

এসএসআই রতন করের মৃত্যুতে বাড়ছে রহস্য ৷

আরও পড়ুন : বাড়ির কাছেই বাগানে উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ

প্রশ্ন হল, কর্তব্যরত এক পুলিশ কর্মীর এভাবে মৃত্যুর কারণ কী ? এই ক’দিন কেন তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ? তাঁর মৃত্যুর কারণ কি কোনও দুর্ঘটনা ? নাকি তাঁকে খুন করা হয়েছে ? খুন হলে তার পিছনে কী কারণ থাকতে পারে ? আর তাঁর দেহ ঝোপ থেকেই বা উদ্ধার হল কেন ? সেখানে তাঁর দেহ গেল কীভাবে ? আপাতত এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ ও সময় জানা সম্ভব নয় ৷ অপেক্ষা চলছে সেই রিপোর্টেরই ৷ পাশাপাশি, এক সহকর্মীকে এভাবে হারিয়ে পুলিশ মহলেও শোকের ছায়া নেমে এসেছে ৷ স্বামীর মৃত্যু মেনে নিতে পারছেন না রতন করের স্ত্রীও ৷

Last Updated : Dec 5, 2021, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.