ETV Bharat / state

শূকরদের আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ রুখতে জয়গাঁতে শিবির জেলাপ্রশাসনের

author img

By

Published : May 30, 2021, 10:32 AM IST

ভুটানে শূকররা আফ্রিকান সোয়াইন ফ্লুয়ে সংক্রামিত হয়েছে ৷ ভুটান-ভারত সীমান্তে জয়গাঁতে শূকর খামারগুলিতেও এই রোগের খোঁজ পাওয়া গিয়েছে ৷ তাই শুরুতেই শূকরদের ইনজেকশন, ওষুধ দিয়ে যথাযথ ব্যবস্থা নিল কালচিনি ব্লক প্রশাসন ৷

শূকরদের জন্য বিশেষ শিবির
শূকরদের জন্য বিশেষ শিবির

জয়গাঁ (আলিপুরদুয়ার), 30 মে : ভুটানে আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের সন্ধান পাওয়া গিয়েছে ৷ এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে সতর্ক করেছে ভুটান সরকার । ভারত-ভুটান সীমান্তে জয়গাঁতে শূকর প্রতিপালনের খামারে শূকরদের মধ্যে এই রোগ দেখা দিয়েছে ৷

শনিবার কালচিনি ব্লকের জয়গাঁ সংলগ্ন তলাবস্তিতে শূকরদের জন্য শিবির করা হয়। এলাকার শূকরদের ইনজেকশন দেওয়া, শূকর প্রতিপালকদের প্রয়োজনীয় ভিটামিন, মাল্টিভিটামিন দেওয়ার কাজ শুরু করল কালচিনি ব্লক প্রশাসন । খামার মালিকদের খামার স্যানিটাইজেশন করে পরিষ্কার রাখতে বলা হয় ৷ শিবিরে উপস্থিত ছিলেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিক ভূষণ শেরপা, কালচিনির ভেটেনারি অফিসার ধ্রুবময় দাস-সহ অন্যরা ।

আরও পড়ুন : বীরভূমে ব্ল্যাক ফাংগাসের হানা, মৃত এক বৃদ্ধা

কালচিনির ভেটেনারি অফিসার ধ্রুবময় বলেন, "মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা নেই এই ভাইরাসের । শূকরদের শরীরে রোগ প্রতিরোধক ইনজেকশন দেওয়া হচ্ছে । শূকর খামার মালিকদের সচেতন করা হয়েছে । এলাকার পশু চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে । এলাকার কোনও শূকরের শারীরিক অবনতি হলে যোগাযোগ করতে হবে ।"

শূকরদের জন্য বিশেষ শিবির

অন্যদিকে ভূষণ শেরপা জানান, এই রোগের নির্দিষ্ট কোনও ভ্যাকসিন নেই ৷ ইনজেকসন আর ওষুধের মাধ্যমে তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো যেতে পারে ৷ শূকরদের ঘোরাফেরা বন্ধ রাখতে, যেখানে সেখানে শূকর হত্যা বন্ধ করতে বলা হয়েছে খামার মালিকদের । শূকরের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা পূর্বেই জারি করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.