ETV Bharat / sports

Ravi Dahiya: গোটা দেশকে উদ্বুদ্ধ করেছে তোমার সাফল্য, রবিকে ফোনে অভিনন্দন মোদির

author img

By

Published : Aug 5, 2021, 8:15 PM IST

টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) রুপো জয়ের জন্য কুস্তিগীর রবি দাহিয়াকে (Ravi Dahiya) অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ রবি ও তাঁর কোচ অনিল মানকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের জন্য গর্বিত গোটা দেশ ৷

Your success inspired the nation: PM Narendra Modi congratulates wrestler Ravi Dahiya wins silver in Tokyo Olympics 2020
গোটা দেশকে উদ্বুদ্ধ করেছে তোমার সাফল্য, রবিকে ফোনে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, 5 অগস্ট : টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) রুপো জয়ের পর কুস্তিগীর রবি দাহিয়াকে (Ravi Dahiya) ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনি কথা বললেন রবির কোচ অনিল মানের সঙ্গেও ৷ প্রধানমন্ত্রী ফোনে বলেন, তাঁদের জন্য গর্বিত গোটা দেশ ৷

অলিম্পিকসে সোনা জয়ের দোরগোড়া থেকে আজ ফিরতে হয় কুস্তিগীর রবি কুমার দাহিয়াকে ৷ 57 কেজি ফ্রি-স্টাইল রেসলিংয়ের ফাইনালে রাশিয়ান প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে 7-4 পয়েন্টে হেরে যান দাহিয়া ৷ তাঁর ঝুলিতে আসে রুপোর পদক ৷

আরও পড়ুন : Ravi Kumar Dahiya : সোনা অধরা, ফাইনাল হেরে রুপো জয় দাহিয়ার

এই সাফল্যের পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রবিকে বলেন, "তোমার জন্য গর্বিত গোটা দেশ ৷ সমগ্র দেশবাসীকে তুমি উদ্বুদ্ধ করেছো ৷" রুপোজয়ীর কঠিন পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে মোদি জানান, আগামী 15 অগস্ট স্বাধীনতা দিবসে তাঁর সঙ্গে দেখা করে সামনে থেকে তাঁকে অভিনন্দন জানানোর জন্য তিনি মুখিয়ে রয়েছেন ৷

আরও পড়ুন: ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচেও হার, খালি হাতে ফিরতে হচ্ছে পুনিয়াকে

আসন্ন স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি হিসেবে সব অলিম্পিয়ানদের লালকেল্লায় আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি ৷ লালকেল্লায় আমন্ত্রণের পাশাপাশি নিজের বাসভবনেও সব অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: চল্লিশ বছরের খরা কাটিয়ে হকিতে পদক, উচ্ছ্বাস দেশজুড়ে

রবি দাহিয়া সফল হলেও খালি হাতেই টোকিয়ো অলিম্পিকস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়াকে (Deepak Punia) ৷ রেসলিংয়ে 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচে সান মারিনোর প্রতিযোগী নাজেম আমিনির কাছে হেরে যান দীপক ৷ খেলার ফলাফল 4-2 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.