ETV Bharat / sports

Tokyo Paralympics 2020 : প্যারাঅলিম্পিকসে ভারতের দ্বিতীয় সোনা, জ্যাভলিনে বিজয়ী সুমিত আন্তিল

author img

By

Published : Aug 30, 2021, 5:02 PM IST

Updated : Aug 30, 2021, 6:19 PM IST

tokyo-paralympics-2020-sumit-antil-win-gold-for-india-in-mens-javelin-throw-f64-event
প্যারাঅলিম্পিকসে ভারতের দ্বিতীয় সোনা, জ্যাভলিনে বিজয়ী সুমিত আন্তিল

প্যারাঅলিম্পিকসে ভারতের হয়ে দ্বিতীয় সোনা জিতলেন সুমিত আন্তিল ৷ প্যারা জ্যাভলিন এফ 64 বিভাগে সোনা জিতলেন তিনি ৷ তিনি পঞ্চম রাউন্ডে 68.55 মিটার মিটার জ্যাভলিন থ্রো করেন ৷ এ নিয়ে আজ 5টি পদক জিতলেন ভারতীয় প্রতিযোগীরা ৷ আর এখনও পর্যন্ত প্যারাঅলিম্পিকসে মোট 7টি পদক জিতল ভারত ৷

টোকিয়ো, 30 অগস্ট : প্যারাঅলিম্পিকসে ভারতের দ্বিতীয় সোনা ৷ প্যারা জ্যাভলিন এফ 64 বিভাগে সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিট সুমিত আন্তিল ৷ তিনি 68.55 মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতলেন ৷ এ নিয়ে আজ 5টি পদক জিতলেন ভারতীয় প্রতিযোগীরা ৷ আর মোট 7টি পদক এখনও পর্যন্ত ভারত জিতেছে ৷ যার মধ্যে 2টি সোনা, 4টি রুপো এবং 1টি ব্রোঞ্জ রয়েছে ৷ আজ সকালে 10 মিটার প্যারা এয়ার রাইফেল শুটে সোনা জেতেন অবনী লেখারা ৷ তার পর দুপুরে দেবেন্দ্র ঝাঝারিয়া প্যারা জ্যাভলিন থ্রোয়ে রুপো জেতেন ৷ প্যারা জ্যাভলিনে ব্রোঞ্জ জেতেন সুন্দর সিং গুরজর ৷ তার আগে সকালে যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রোয়ে রুপো জেতেন ৷ ভারতীয় প্যারাঅ্যাথলিটদের এই সাফল্যে উচ্ছ্বসীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুমিত আন্তিলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

টোকিয়ো প্য়ারাঅলিম্পিকসে ভারতীয় অ্যাথলিটদের সোনার দৌড় ৷ গতকাল প্যারা টেবিল টেনিসে ভাবিনাবেন প্যাটেল এবং প্যারা হাইজাম্পে নিষাদ কুমার রুপোর পদক জিতেছিলেন ৷ আর আজকের দিনটাই ভারতের জন্য শুরু হয় সোনা দিয়ে ৷ 10 মিটার প্যারা এয়ার রাইফেলে সোনা জেতেন অবনী লেখারা ৷ তার পর সারাদিনে একের পর এক সাফল্য ভারতীয় অ্যাথলিটদের নামে ৷ শেষ বেলায় ভারতের হয়ে এফ 64 বিভাগে প্যারা জ্যাভলিন দ্বিতীয় সোনার পদক জিতলেন সুমিত আন্তিল ৷ তিনি আজ সর্বোচ্চ 68.55 মিটার থ্রো করে সোনা নিজের নামে করেন ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : যোগ্যতা নেই, কেড়ে নেওয়া হল বিনোদ কুমারের ব্রোঞ্জ পদক

  • Our athletes continue to shine at the #Paralympics! The nation is proud of Sumit Antil’s record-breaking performance in the Paralympics.
    Congratulations Sumit for winning the prestigious Gold medal. Wishing you all the best for the future.

    — Narendra Modi (@narendramodi) August 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাঁচ রাউন্ডের গেমে সুমিত আন্তিল 66.95 মিটার, 68.08 মিটার, 65.72 মিটার, 66.71 মিটার এবং 68.55 মিটার জ্যাভলিন থ্রো করেন ৷ শেষ থ্রো এর পরেই তিনি পয়েন্ট তালিকায় সবার উপরে চলে যান ৷ অন্য আরেক অ্যাথলিট সন্দীপ চৌধুরি 62.20 মিটার থ্রো করে 4 নং শেষ করেন ৷ প্রথম রাউন্ডেই 66.95 মিটার থ্রো করে অন্যান্য প্রতিযোগীদের চাপে ফেলে দেন সুমিত৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : জ্যাভলিনে জোড়া পদক, রুপো ও ব্রোঞ্জ জিতলেন দেবেন্দ্র ও সুন্দর

এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, ‘‘আমাদের অ্যাথলিটরা লাগাতার প্যারাঅলিম্পিকসে সাফল্য পাচ্ছেন ! প্যারাঅলিম্পিকসে সুমিত আন্তিলের রেকর্ড ব্রেকিং পারফর্মেন্সে ভারত গর্বিত ৷ সোনার পদক জেতার জন্য সুমিত আন্তিলকে অনেক শুভেচ্ছা ৷ ভবিষ্যতের জন্য আপনাকে অনেক শুভেচ্ছা ৷’’

Last Updated :Aug 30, 2021, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.