ETV Bharat / sports

Tokyo Olympics 2020 : সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক বজরং পুনিয়া

author img

By

Published : Aug 8, 2021, 6:34 PM IST

Updated : Aug 8, 2021, 7:12 PM IST

Tokyo Olympics 2020 Closing ceremony Indian flag bearer Wrestler Bajrang Punia
Tokyo Olympics 2020 : সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক বজরং পুনিয়া

অলিম্পিকসের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত ৷ একটি সোনা, দুটো রুপো সহ 7টি পদক পেয়েছেন ভারতীয় খেলোয়াড়রা ৷ আজ সমাপ্তি অনুষ্ঠান শেষে অপেক্ষা শুরু পরের অলিম্পিকসের ৷ 2024 সালে প্যারিসে হবে পরের অলিম্পিকস ৷

টোকিয়ো, 8 অগস্ট : 15 দিনের মহাযজ্ঞের পরিসমাপ্তি ৷ জাঁকজমক পূর্ণ সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল টোকিয়ো অলিম্পিকস 2020 (Tokyo Olympics 2020) ৷ আজ টোকিয়ো-তে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক (Indian flag bearer) হলেন কুস্তিগীর ব্রোঞ্জ পদক জয়ী বজরং পুনিয়া (Bajrang Punia) ৷ 86 দেশের অলিম্পিয়ানদের সঙ্গে তিনি ভারতের জাতীয় পতাকা নিয়ে সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে প্রবেশ করেন ৷ সেই সঙ্গে ছিলেন ভারতের অন্য অ্যাথলিটরা ৷ অলিম্পিকসে অংশ নেওয়া ভারতীয়দের আজ শেষদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

আজ টোকিয়ো অলিম্পিকস 2020’র সমাপ্তি অনুষ্ঠানে (Tokyo Olympics 2020 Closing Ceremony) রীতি মেনে ম্যারাথনে অংশ নেওয়া বিজয়ী অ্যাথলিটদের পদক দেওয়া হয় ৷ মহিলাদের ম্যারাথনে সোনা এবং রুপো জিতেছেন কেনিয়ার দুই অ্যাথলিট পেরেস জেপচিরচির এবং ব্রিগিড কোসগেই ৷ অন্যদিকে, মহিলাদের ম্যারাথনে ব্রোঞ্জ জিতেছেন আমেরিকার মলি সেইডেল ৷ পুরুষদের ম্যারাথনে সোনা জিতেছেন কেনিয়ার অ্যাথলিট এলিডু কিপচোগে, রুপো জিতেছেন নেদারল্যান্ডসের আবিদি নাগিয়ে এবং ব্রোঞ্জ জিতেছেন বেলজিয়ামের বাশির আবিদি ৷

Tokyo Olympics 2020 Closing ceremony Indian flag bearer Wrestler Bajrang Punia
মহিলা ম্যারথন জয়ীদের পদক বিতরণ (সৌ : অলিম্পিকস টুইটার)

আরও পড়ন : Tokyo Olympics 2020 : ‘কঠোর পরিশ্রম’, নীরজের সোনার ইতিহাস গড়ার মন্ত্র

এ বছর অলিম্পিকসের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত ৷ যেখানে একটি সোনা, দু’টি রুপো এবং 4 টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিট এবং স্পোর্টসপার্সনরা ৷ আজ সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি অলিম্পিকসে অংশ নেওয়া ভারতীয় প্রতিযোগীদের, তাঁদের অসাধারণ পারফরমেন্সের জন্য এবং পদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷ প্রধানমন্ত্রী তাঁর টুইটে লেখেন, ‘‘টোকিয়ো 2020’র খেলা শেষে আমি সকল ভারতীয় প্রতিযোগীদের, তাঁদের অসাধারণ পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানাই ৷ তাঁরা কৌশল, টিম গেম এবং দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ পেশ করেছেন ৷ প্রত্যেক অ্যাথলিট যাঁরা ভারতের প্রতিনিধিত্ব করেছেন, তাঁরা সবাই চ্যাম্পিয়ন ৷’’ এ বছর ভারত অলিম্পিকসে 48 নম্বর স্থানে শেষ করেছে ৷

  • As #Tokyo2020 draws to a close, I would like to congratulate the Indian contingent for their stupendous performance at the games. They personified the best of skill, teamwork and dedication. Every athlete who represented India is a champion.

    — Narendra Modi (@narendramodi) August 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ন : Tokyo Olympics 2020 : সোনা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না নীরজ

Last Updated :Aug 8, 2021, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.