ETV Bharat / sports

Tokyo Olympics : সাতটি পদক, সাত রূপকথা

author img

By

Published : Aug 9, 2021, 3:36 PM IST

Updated : Aug 9, 2021, 3:54 PM IST

tokyo-olympic
tokyo-olympic

সাতটি পদক ৷ একটি সোনা, দুটো রুপো এবং চারটি ব্রোঞ্জ ৷ টোকিয়ো অলিম্পিকস 2020 ভারতের অলিম্পিকস ইতিহাসে অন্যতম সেরা ৷

টোকিয়ো, 9 অগস্ট : 2020 সালে জানুয়ারি থেকে চলতি বছরের জুন মাস ৷ দীর্ঘ 17 মাস ধরে আন্তর্জাতিক স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেননি নীরজ চোপড়া ৷ 2019 সালের ডিসেম্বর থেকে 2021-এর এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতার বাইরে ছিলেন সাইখম মীরাবাঈ চানু ৷ গত বছরের মার্চ মাস ধরে অলিম্পিকস শুরু হওয়ার আগে পর্যন্ত মাত্র পাঁচটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন পিভি সিন্ধু ৷ প্রায় একই সময়ে অর্জুন পুরস্কার বাবদ পাওয়া অর্থ লভলিনা বরগোঁহাই ব্যবহার করেছিলেন তাঁর মায়ের চিকিৎসার জন্য ৷

রবি কুমার দাহিয়া তখন টোকিয়োয় ম্যাট মাতাচ্ছেন ৷ ছেলের বাউটের সময় একবারও কারেন্ট অফ হবে না ৷ হরিয়ানার স্থানীয় প্রশাসন রবির পরিবারকে এই প্রতিশ্রুতি দিয়েছিল ৷

কয়েকমাস আগেও হাঁটুর চোটে ভুগছিলেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷ টোকিয়ো অলিম্পিকস শুরু হওয়ার আগে একটি ম্যাচে হেরে গিয়েছিলেন বজরং ৷ দেড়টা বছর ধরে বেঙ্গালুরুর ট্রেনিং গ্রাউন্ডে লকডাউনের মধ্যে কাটিয়েছে ভারতীয় হকি দল ৷ টোকিয়ো অলিম্পিকস শুরু হওয়ার আগে দিন চারেকের মতো বাড়িতে থেকেছিলেন তাঁরা ৷

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশে বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছিল ৷ সেখানে অলিম্পিকসের জন্য নিজেদের তৈরি করা অনেক দূরের কথা ৷ ভারতের পুরুষ হকি দলের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তা সত্ত্বেও টোকিয়ো অলিম্পিকস 2020-তে দেশের অ্যাথলিটরা সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স করেছেন ৷ ঘরে এসেছে সাতটি পদক ৷ ভারতের খেলাধুলোর জগতের সাত নক্ষত্র ৷ সাতটি রূপকথা ৷

প্রথম মেডেল : মীরাবাঈ চানু, 49 কেজি ভারোত্তোলনে রুপোর পদক

অলিম্পিকস শুরুর প্রথমদিনই ভারতের ঘরে পদক এসেছে, এমনটা আগে দেখা যায়নি ৷ 2016-র ব্যর্থতার পর টোকিয়ো অলিম্পিকসে নেমেই পদক জেতেন চানু ৷ পাঁচ বছর আগে রিও অলিম্পিকসে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 106 কেজি ওজন তুলতে পারলে ব্রোঞ্জ জিততে পারতেন চানু ৷ কিন্তু ওজন তোলা সম্পূর্ণ করতে পারেননি ৷ একবছর পরই বিশ্ব চ্যাম্পিয়নে খেতাব জেতা চানু টোকিয়োয় নিজেকে পদক জয়ের অন্যতম দাবিদার করে তুলেছিলেন ৷ হতাশ করেননি তিনি ৷ স্ন্যাচ বিভাগে 87 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 115 কেজি ওজন তুলে রুপোর পদক নিশ্চিত করেন ৷

মীরাবাঈ চানু
মীরাবাঈ চানু

দ্বিতীয় মেডেল : পিভি সিন্ধু, মেয়েদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ পদক

রিও-র সাফল্যকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে টোকিয়ো গিয়েছিলেন ৷ তবে পিভি সিন্ধুর সোনার পদকের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল সেমিফাইনালেই ৷ চিনা তাইপেই তাই জু ইংয়ের বিরুদ্ধে ৷ কিন্তু তাতেও পদক জেতা আটকায়নি ৷ ব্রোঞ্জ জিতে ব্যক্তিগত দ্বিতীয় অলিম্পিকস পদক জিতে ইতিহাসে ঢুকে গড়েছেন ৷ প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে দুটো অলিম্পিকস পদক জয়ের নজির গড়েছেন ৷

তৃতীয় মেডেল : লভলিনা বরগোঁহাই, মেয়েদের ওয়েল্টারওয়েট বক্সিয়ে ব্রোঞ্জ পদক

অলিম্পিকসে নয় সদস্যের ভারতের বক্সিং দলে থাকা লভলিনা বরগোঁহাইয়ের নাম তেমনভাবে উচ্চারিত হতে দেখা যায়নি ৷ সব আলোর কেন্দ্রবিন্দুতে ছিলেন মেরি কম ৷ তবে লভলিনার কৃতিত্ব কম ছিল না ৷ দুটো বিশ্ব চ্যাম্পিয়নশিপ, দুটো এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতে টোকিয়ো পাড়ি দিয়েছেন ৷ অসমের মেয়ে লভলিনা দেশের বক্সিং জগতের অন্যতম আইকন ৷ মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার যিনি অলিম্পিকস পদক জিতলেন ৷

লভলিনা বরগোঁহাই
লভলিনা বরগোঁহাই

চতুর্থ মেডেল : পুরুষ হকি দলের ব্রোঞ্জ জয়

দীর্ঘ অপেক্ষার অবসান ৷ 1980 সালে ভারত যেবার শেষবার অলিম্পিকস পদক জিতেছিল তখন বর্তমান হকি দলের একজন সদস্যও পৃথিবীর আলো দেখেননি ৷ দলের কোচ অস্ট্রেলিয়ার গ্রাহাম রেইড সবেমাত্র কেরিয়ার শুরু করেছেন ৷ অলিম্পিকসের ইতিহাসে সবচেয়ে সফল দলটির 41 বছরের পদকের খরা কাটিয়েছেন মনপ্রীত সিংরা ৷ সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে 5-2 গোলে হারের পর জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ৷ জার্মানিকে হারিয়ে অলিম্পিকসে ভারতের ঝুলিতে আসে 12তম পদক ৷

পঞ্চম মেডেল : রবি কুমার দাহিয়া, ছেলেদের 57 কেজি কুস্তিতে রুপোর পদক

অলিম্পিকসে এবারই প্রথম পা পড়েছিল দাহিয়ার ৷ 2019 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু'বারের খেতাব জয়ী রবি কুমার অলিম্পিকসে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ৷ সেমিফাইনালে শেষ হওয়ার 90 সেকেন্ড আগে পর্যন্ত 2-9 ব্যবধানে পিছিয়ে ছিলেন ৷ প্রতিপক্ষ নুরিস্লাম সানায়েভের আঁচড়, কামড় সহ্য করে সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করে ফাইনালে জায়গা করে নেন ৷ বক্সিংয়ে সোনার পদকের আশা জাগিয়ে তুলেছিলেন ৷ তবে ফাইনালে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাভের উগুয়েভের বিরুদ্ধে হেরে যান ৷

ষষ্ঠ পদক : বজরং পুনিয়া, ছেলেদের 65 কেজি কুস্তিতে ব্রোঞ্জ পদক

একমাত্র ভারতীয় কুস্তিগীর যাঁর ঝুলিতে তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক রয়েছে ৷ অলিম্পিকসে পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে টোকিয়ো গিয়েছিলেন ৷ প্রথম দুটি রাউন্ডের বাধা পার করার পর সেমিফাইনালে অপ্রত্যাশিতভাবে হেরে যান বজরং ৷ পরে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে বিপক্ষকে 8-0 ব্যবধানে হারিয়ে পদক জিতে নেন ৷ 2008 সাল থেকে ধরলে কুস্তিতে এটি ভারতের ছয়নম্বর পদক ৷

সপ্তম মেডেল : নীরজ চোপড়া, ছেলেদের জ্যাভলিন থ্রোয়ে সোনার পদক

টোকিয়োয় ভারতের সপ্তম পদকটি স্বর্গলাভের সমান ৷ আকাশের দিকে জ্যাভলিন ছুড়ে দেশবাসীকে চাঁদে পৌঁছে দিয়েছেন নীরজ চোপড়া ৷ অলিম্পিকসে অভিষেকে জ্যাভলিন থ্রো-র ফাইনালে পৌঁছাতে খুব জোর মিনিটখানেক সময় নিয়েছিলেন ৷ 86.65 মিটার দূরে বর্শা ছুঁড়ে ফাইনালে পা দেন ৷ ফাইনালে তাঁর সেরা থ্রো ছিল 86.58 মিটার ৷ অভিনব বিন্দ্রার পর অলিম্পিকসে দ্বিতীয় ব্যক্তিগত সোনা এসেছে দেশে ৷ টোকিয়োয় নীরজের ইভেন্ট ছিল ভারতীয় অ্যাথলিটদের মধ্যে শেষ ইভেন্ট ৷

নীরজ চোপড়া
নীরজ চোপড়া
Last Updated :Aug 9, 2021, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.