ETV Bharat / sports

Tokyo Olympics : তিরন্দাজিতে ভারতের আশা শেষ, লড়াই করেও হার অতনুর

author img

By

Published : Jul 31, 2021, 7:37 AM IST

Updated : Jul 31, 2021, 8:29 AM IST

প্রথম সেটে পিছিয়ে ছিলেন বাঙালি এই তিরন্দাজ ৷ তবে দ্বিতীয় সেট থেকে কামব্যাক শুরু করেন ৷ চতুর্থ সেট পর্যন্ত খেলার ফলাফল ছিল 4-4 ৷ কিন্তু শেষ সেটে নিজের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন অতনু ৷ পঞ্চম সেট ও ম্যাচ জিতে নেন জাপানি এই তিরন্দাজ ৷

atanu-das
atanu-das

টোকিয়ো, 31 জুলাই : প্রত্যাশা জাগিয়েও ব্যর্থ হলেন বাঙালি তিরন্দাজ অতনু দাস ৷ তিরন্দাজিতে শেষ হল ভারতের পদক জয়ের আশা ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের প্রতিযোগী টাকাহারু ফুরুকাওয়ার কাছে হেরে ছিটকে গেলেন অতনু ৷ খেলার ফলাফল 6-4 ৷

প্রথম সেটে পিছিয়ে ছিলেন বাঙালি এই তিরন্দাজ ৷ তবে দ্বিতীয় সেট থেকে কামব্যাক শুরু করেন ৷ চতুর্থ সেট পর্যন্ত খেলার ফলাফল ছিল 4-4 ৷ কিন্তু শেষ সেটে নিজের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন অতনু ৷ পঞ্চম সেট ও ম্যাচ জিতে নেন জাপানি এই তিরন্দাজ ৷

আরও পড়ুন : Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালের যোগ্যতা অর্জন করলেন কমলপ্রীত কাউর

অলিম্পিকস শুরুর আগে থেকেই তিরন্দাজিতে ভারতের পদকের প্রত্যাশা ছিল তুঙ্গে ৷ তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ ভারতীয় তিরন্দাজরা ৷ সবথেকে বেশি নজর ছিল বাঙালি তিরন্দাজ দম্পতি অতনু ও দীপিকার উপর ৷ তবে দীপিকা কোয়ার্টার ফাইনালে ও অতনু হারলেন প্রি-কোয়ার্টার ফাইনালে ৷ একই সঙ্গে শেষ হল তিরন্দাজিতে পদক জয়ের আশা ৷

Last Updated : Jul 31, 2021, 8:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.