ETV Bharat / sports

ছেলে এবং বোনের ভিসা পেতে সাহায্য করায় কিরেণ রিজিজুকে ধন্যবাদ সানিয়া মির্জার

author img

By

Published : Jun 3, 2021, 7:22 PM IST

ছেলে এবং বোনের ভিসা পেতে সাহায্য করায় কিরেণ রিজিজুকে ধন্যবাদ সানিয়া মির্জার

ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন টেনিস তারকা সানিয়া মির্জা ৷ তাঁর ছেলে ও বোনকে ইংল্যান্ডের ভিসা পেতে সাহায্য করার জন্যই এই ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি ৷

নয়াদিল্লি, 3 জুন : কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং সংযুক্ত আরব আমিরশাহী ও ইংল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানালেন টেনিস তারকা সানিয়া মির্জা ৷ আজ তাঁর ছেলে ইজহান এবং বোন আনামের ইংল্যান্ডের ভিসা মঞ্জুর হয়েছে ৷ যার জন্যই ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সানিয়া ৷

প্রসঙ্গত, টোকিও অলিম্পিকের প্রস্তুতির জন্য একমাসের জন্য ইংল্যান্ডে একাধিক টুর্নামেন্ট খেলতে যাবেন সানিয়া মির্জা ৷ কিন্তু, সেখানে তিনি তাঁর ছেল ইজহান এবং বোন আনামকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন ৷ স্পোর্টস পার্সন হওয়ায় সানিয়া ভিসা পেলেও, তাঁর ছেলে ও বোনকে ভিসা দিচ্ছিল না ব্রিটিশ সরকার ৷ কারণ করোনা সংক্রমণের জন্য ভারত সহ বেশ কয়েকটি দেশকে রেড লিস্টেড করে রেখেছে ইংল্যান্ড ৷ এইসব দেশগুলি থেকে কাউকে ইংল্যান্ড যেতে হলে কড়া বিধিনিষেধের মধ্য়ে দিয়ে যেতে হবে ৷ তাই সানিয়া মির্জার বোন ও ছেলের ভিসা পেতে সমস্যা হচ্ছিল ৷ যা নিয়ে ক্রীড়ামন্ত্রকের দ্বারস্থ হয়েছিলেন সানিয়া ৷ সেই মতো ভারতের তরফেও ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করা হয় ৷

অবশেষে সব সমস্যার সমাধান হয়েছে ৷ ব্রিটিশ সরকার ভারতীয় টেনিস তারকার ছেলে ইজহান ও বোন আনামের ভিসা মঞ্জুর করেছে ৷ সেই কারণেই ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে ধন্যবাদ জানিয়ে টুইটারে একটি পোস্ট করেন সানিয়া ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু মহাশয় এবং সংযুক্ত আরব আমিরশাহী ও ইংল্যান্ডের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই ৷ সেই সঙ্গে ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ জানাই আমার ছেলে ইজান এবং বোন আনামকে আমার সঙ্গে ইউকে-তে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য’’ ৷

  • I would like to thank the Union Sports Minister, @KirenRijiju sir Indian Embassies in (UAE and UK),@Media_SAI and the British Govt for helping my son Izhaan and my sister Anam get the visa to enable them to travel with me to UK for the tournaments.Very grateful @PMOIndia

    — Sania Mirza (@MirzaSania) June 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ছেলেকে নিয়ে ইংল্যান্ড যেতে চান সানিয়া, ভিসা নিয়ে সমস্যা

প্রসঙ্গত, কিরেণ রিজিজু সেই টুইটের জবাবে সানিয়াকে উল্লেখ করে আরও একটি টুইট করেন ৷ যেখানে তিনি বলেন, ‘‘আপনার সাফল্য এবং ভারতকে যে জয় আপনি উপহার দিয়েছেন, তার জন্য ভারত আপনাকে নিয়ে গর্বিত ৷ আপনি ফের একবার ভারতের হয়ে টোকিও অলিম্পিক 2020-তে নামার জন্য প্রস্তুতি শুরু করেছেন ৷ আপনাকে এবং সমগ্র ভারতীয় অলিম্পিক দলের প্রতি আমাদের শুভেচ্ছা রইল’’ ৷

  • India is proud of your achievements and many laurels you've brought for India. @MirzaSania as you prepare to represent India once again in the coming Olympics #Tokyo2020 , our wishes are with you & entire Indian Olympic contingent🇮🇳 https://t.co/SBInUP5KKB

    — Kiren Rijiju (@KirenRijiju) June 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.