ETV Bharat / sports

কোভিশিল্ড-স্রষ্টা গিলবার্টের উপস্থিতিতে উইম্বলডনের সারা কোর্ট করতালিতে মুখরিত

author img

By

Published : Jun 30, 2021, 9:52 AM IST

প্রফেসর সারা গিলবার্ট ও তাঁর সহকর্মীদের শতাব্দী প্রাচীন টেনিস টুর্নামেন্টের প্রথম দিনে রয়্যাল বক্সে আমন্ত্রণ জানানো হয় ৷ এবং সেখানেই তাঁকে সম্বর্ধনা জানানো হয় ৷

সারা গিলবার্ট
সারা গিলবার্ট

কোভিশিল্ড-স্রষ্টা গিলবার্টের উপস্থিতিতে উইম্বলডনের সারা কোর্ট করতালিতে মুখরিত

লন্ডন, 30 জুন: এক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল উইম্বলডনের সেন্টার কোর্ট ৷ দর্শকাসনে হঠাৎ দেখা গেল অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনিকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের আবিষ্কারক সারা গিলবার্টকে ৷ তাঁকে উইম্বলডনের দর্শকরা উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালেন ৷

ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের ধন্যবাদ জানাতে অল ইংল্যান্ড ক্লাব প্রতিদিন 100 টি করে সেন্টার কোর্ট ও কোর্ট ওয়ানের টিকিট দিচ্ছে ৷ তার মধ্যে জাতীয় স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু পরিবহণ সংস্থায় কর্মরত প্রথম সারির করোনা যোদ্ধারাও আছেন ৷

উইম্বলডনের সেন্টার কোর্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকভিচ ও ব্রিটেনের জ্যাক ডিপারের মধ্যে প্রথম ম্যাচ শুরুর আগে ঘোষক ঘোষণা করেন, ‘‘সোমবারের অতিথি এক জন নেত্রী, যিনি কোভিড ভ্যাকসিন তৈরি করেছেন ৷’’ তবে তিনি আর কিছু বলতে পারেননি ৷ তার আগেই বিশ্বের অন্যতম সেরা স্পোর্টিং এরিনায় হাততালির শব্দে মুখর হয়ে ওঠে ৷

প্রফেসর সারা গিলবার্ট ও তাঁর সহকর্মীদের শতাব্দী প্রাচীন টেনিস টুর্নামেন্টের প্রথম দিনে রয়্যাল বক্সে আমন্ত্রণ জানানো হয় ৷ এবং সেখানেই তাঁকে সম্বর্ধনা জানানো হয় ৷

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন স্যার টম মুরের কন্যা ইনগ্রাম মুর ৷ টম মুর এনএইচএসের জন্য প্রায় 32 মিলিয়ন ইউরো অর্থ সংগ্রহ করেন ৷ পরে সেই অর্থ কোভিড প্যানডেমিক মোকাবিলায় কাজে লাগানো হয় ৷

আরও পড়ুন : Deepika Kumari : বাঁশের তির-ধনুকে শুরু, অলিম্পিকস পদক পাখির চোখ অপ্রতিরোধ্য দীপিকার

সারা গিলবার্টের অধীনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দল বিশ্বে ও ইউকে ব্যবহারযোগ্য প্রথম করোনা ভ্যাকসিন তৈরি করেন ৷ এছাড়া ফাইজার ও মর্ডানা ভ্যাকসিন তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.