ETV Bharat / sports

পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নেবে না : ক্রীড়ামন্ত্রী

author img

By

Published : Aug 12, 2019, 11:19 PM IST

Updated : Aug 12, 2019, 11:29 PM IST

টেনিস

সেপ্টেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে মুখোমুখি হবে ভারত ৷ সে বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনও সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷

দিল্লি, 12 অগাস্ট : ডেভিস কাপ খেলতে ভারতীয় টেনিস দলের পাকিস্তানে যাওয়া নিয়ে টালবাহানা চলছে ৷ যদিও এবিষয়ে কেন্দ্রীয় সরকার নাক গলাবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ বরং কেন্দ্র তাদের অলিম্পিক সনদ মেনে চলার পরামর্শ দিয়েছে বলে জানান সর্বভারতীয় টেনিস সংস্থার (AITA) সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় ৷

14 ও 15 সেপ্টেম্বর এশিয়া ও ওশেনিয়া জ়োনের গ্রুপ-ওয়ান ডেভিস কাপ টাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত ৷ দুই দলের শেষ সাক্ষাতে পাকিস্তান খেলতে এসেছিল ভারতে ৷ তাই এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে পাকিস্তানে যেতে হবে ভারতকে ৷ কিন্তু, গত সপ্তাহে সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর ছবিটা বদলাতে শুরু করে ৷ দু'দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে ৷ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনে পাকিস্তান ৷ এরপরই পাকিস্তানে ভারতের টেনিস দলে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয় ৷

এই সংক্রান্ত আরও খবর : সেপ্টেম্বরে পাকিস্তানে যাবে ভারতীয় টেনিস দল

সর্বভারতীয় টেনিস সংস্থার তরফে জানানো হয়, কূটনৈতিক টানাপোড়েন ও সুরক্ষার কারণ দর্শিয়ে টাইটি নিরপক্ষে কোনও স্থানে সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের কাছে আবেদন করা হবে ৷ যদিও টাই অন্যত্র সরিয়ে দেওয়ার সম্ভাবনা খারিজ করে দেয় পাকিস্তানের টেনিস সংস্থা ৷ বিষয়টিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছিল একাংশ ৷ যদিও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানিয়ে দেন, সরকার এই বিষয়েও সিদ্ধান্ত নেবে না ৷ তিনি বলেন, "এটা যদি কোনও দ্বিপাক্ষিক টুর্নামেন্ট হত, তাহলে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলার সিদ্ধান্তটা রাজনৈতিক হত ৷ কিন্তু, ডেভিস কাপ দ্বিপাক্ষিক টুর্নামেন্ট নয় ৷ একটি আন্তর্জাতিক সংস্থা টুর্নামেন্টের আয়োজক ৷ ভারত অলিম্পিক সনদে সই করেছে, তাই ভারত সরকার বা জাতীয় ফেডারেশন এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে না ৷ "

Kiren Rijiju
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু

পরে একই কথা বলেন AITA সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "সরকার আমাদের অলিম্পিক মেনে চলার পরামর্শ দিয়েছে ৷ আমরা খেলোয়াড় ও সরকারকে পরিষ্কারভাবে জানিয়েছি, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন নিরাপত্তার পুরো দায়িত্ব নিয়েছে ৷" পাশাপাশি, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে ফের একবার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে AITA ৷ তাদের বক্তব্য, "আমরা জানি পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক কমানোর আগে আপনারা সেদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছিলেন ৷ (পরিবর্তিত পরিস্থিতিতে) সবপক্ষের সুরক্ষার উপর গুরুত্ব দিয়ে আরও একবার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার বিষয়টি বিবেচনা করতে পারেন ৷"

Mumbai, Aug 12 (ANI): Actor Shah Rukh Khan, keeping up with his annual ritual, greeted his fans on the occasion of Eid-ul-Adha outside his residence Mannat in Mumbai. The Bollywood Baadshah greets his fans on special occasions such as Eid, Diwali and his birthday. Shah Rukh waived at a large crowd of fans, who had come outside his house just to get a glimpse of their favourite actor.
Last Updated :Aug 12, 2019, 11:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.