ETV Bharat / sports

SA vs SL : হাঁটু মুড়লেন ডি'কক, শ্রীলঙ্কাকে অল্প রানে বেঁধে রাখল দক্ষিণ আফ্রিকা

author img

By

Published : Oct 30, 2021, 5:18 PM IST

Updated : Oct 30, 2021, 5:53 PM IST

অবশেষে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে 'হাঁটু মুড়ে' প্রতিবাদ জানালেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি'কক ৷ শারজায় সুপার 12-র গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে দেড়শোর আগেই বেঁধে রাখল দক্ষিণ আফ্রিকা ৷ শ্রীলঙ্কার হয়ে একা লড়লেন নাথুম নিশাঙ্কা ৷

SA vs SL
হাঁটু মুড়লেন ডি'কক

শারজা, 30 অক্টোবর : শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরে সতীর্থদের সঙ্গে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের সামিল হলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি'কক ৷ শারজায় লঙ্কাবাহিনীকে দেড়শো রানের আগেই বেঁধে রাখল দক্ষিণ আফ্রিকা ৷ প্রথমে ব্যাটিং করে 142 রানে শেষ হয়ে যায় দ্বীপরাষ্ট্র ৷ দলকে একা টানেন নাথুম নিশাঙ্কা ৷ 72 রানের ইনিংস খেলেন লঙ্কার ডানহাতি ওপেনার ৷

ডি'কক ইস্যুতে এর আগে বিজ্ঞপ্তি জারি করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ৷ গত বুধবার রাতে বোর্ডের সঙ্গে ডি'ককের বৈঠক সমস্যার সমাধান হয় ৷ নিজের অবস্থান থেকে সরে এসে ক্ষমা চেয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে 'হাঁটু মুড়ে' প্রতিবাদ জানাবেন বলে বিবৃতি দিয়েছিলেন ডি'কক ৷ সেই সময় এদিন শ্রীলঙ্কা ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানান প্রোটিয়া তারকা ক্রিকেটার ৷

টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে দলের ক্রিকেটারদের সঙ্গে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'-এর প্রতিবাদ জানানো থেকে সরে এসেছিলেন ডি'কক ৷ এই বিতর্কে মুখ খুলেছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ৷ এদিন ম্যাচের আগেই প্রোটিয়া অধিনায়কের গলায় স্বস্তির সুর ৷ ডি'কক দলে ফেরার পর বাভুমা বলেন, "গত কয়েকদিনের পর আজ দল হিসেবে স্বস্তি অনুভব করছি ৷"

আরও পড়ুন :রবিবার 'কিউয়ি বধ' করতে মরিয়া বিরাটবাহিনী

টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা ৷ শুরুটা ভাল না-হলেও দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন নিশাঙ্কা ৷ 58 বলের ইনিংসে তিনটি ছক্কা ও 6টি বাউন্ডারির সাহায্যে 72 রানের ইনিংস খেলেন তিনি ৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ফর্মে থাকা চরিত্র আসালঙ্কা ৷ ক্যাপ্টেন দুসান শানাকা 11 রান করেন ৷ লঙ্কা ইনিংসে মাত্র তিন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছন ৷ বল হাতে দুরন্ত তাবরেজ শামসি ৷ 4 ওভারে মাত্র 17 রান দিয়ে তিন উইকেট তুলে নেন প্রোটিয়া বাঁ-হাতি স্পিনার ৷ 3 ওভারে 17 রান খরচ করে 3টি উইকেট নেন প্রিটোরিয়াস ৷

Last Updated : Oct 30, 2021, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.