ETV Bharat / sports

Vishal Kaith: কিয়ানিসের সেভটাই সেরা বলে মনে করেন বিশাল কাইথ

author img

By

Published : Mar 12, 2023, 1:16 PM IST

Etv Bharat
বিশাল কাইথ

হায়দরাবাদ এফসির সঙ্গে ম্যাচ নিয়ে মন্তব্য করলেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)গোলরক্ষক বিশাল কাইথ ৷ গোল্ডেন গ্লাভস জেতা নিয়ে কী বললেন তিনি ?

কলকাতা, 12 মার্চ: প্রীতম কোটাল ও বিশাল কাইথ এটিকে মোহনবাগানের এমন দুই চরিত্র যারা চলতি আইএসএলের প্রতিটি ম্যাচে খেলেছেন (Vishal Kaith on Hyderabad and Mohun Bagan Match)। কোচ জুয়ান ফেরান্দোর ভরসার বৃত্তে যে ক'জন ফুটবলার রয়েছেন তাঁদের মধ্যে এই দু'জন অন্যতম । গোলরক্ষক বিশাল কাইথ ইতিমধ্যে গোল্ডেন গ্লাভস জিতেছেন । প্রীতম কোটাল সেভাবে স্বীকৃতি পাননি । তবে সবুজ মেরুন রক্ষণে তিনি যে আস্থার মাপকাঠি তা বলার অপেক্ষা রাখে না । ইতিমধ্যে এটিকে মোহনবাগান শিবিরে হায়দরাবাদ এফসিকে হারানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । কম সময়ে একাধিক ম্যাচ খেলার ক্লান্তি দূর করার চিন্তা রয়েছে । তবে বর্তমান প্রেক্ষাপটে ক্লান্তি-চোট-আঘাত সব ভুলে মরিয়া লড়াই ছুড়ে দিতে চাইছেন । হুগো বুমোস জানান, হায়দরাবাদকে থামাতে তাঁরা তৈরি । চোয়াল শক্ত গোলরক্ষক বিশাল কাইথের । ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্লে অফের ম্যাচে ভয়ঙ্কর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন । ভর্তি করতে হয়েছিল হাসপাতালে । চোট পাওয়ার পরেও দারুণভাবে ফিরে এসেছেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ । হায়দরাবাদের মাঠে সবুজ-মেরুনের শেষ দুর্গের প্রহরীর অসাধারণ গোলরক্ষা দলের পতন রুখেছে । না হলে সেমিফাইনালে ঘরের মাঠে পিছিয়ে থেকেই নামতে হত জুয়ান ফেরান্দোর ছেলেদের ।


এই বিষয়ে বিশালের বক্তব্য, "আমি কোনওদিন ভাবিনি 21টা ম্যাচ গোলের নিচে দাঁড়াতে পারব । সেটা সম্ভব হয়েছে সমর্থকদের জন্য । ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে আহত হই । জীবনে কোনওদিন ওরকম চোট পাইনি । মিনিট খানেক অজ্ঞানও হয়ে গিয়েছিলাম । মাঠে অ্যাম্বুলেন্স ঢুকেছিল । সেই অবস্থায় সকলেই আমাকে সাহায্য করতে এগিয়ে আসে । যা দেখে আমি আপ্লুত । উঠে দাঁড়ানোর পর সমর্থকরা যেভাবে আমাকে উদ্বুদ্ধ করেছে তা কোনওদিন ভুলব না । এটাই আমার শক্তি। "

হিমাচল প্রদেশ থেকে আইএসএলের সেরা গোলরক্ষক । তৃপ্ত তবে আত্মতৃপ্ত নন বিশাল । বলছেন,"গোল্ডেন গ্লাভস পেয়ে ভালো লাগছে । যে কোনও গোলরক্ষকের কাছেই স্বপ্ন থাকে এই সম্মান পাওয়ার । বিশ্বকাপ থেকে আইএসএল বা বিভিন্ন প্রতিযোগিতা, সব জায়গাতেই দেখতাম যে কোনও একজন গোলরক্ষক এই সম্মান পাচ্ছেন । আমারও স্বপ্ন ছিল এই সম্মান পাওয়ার । জীবনে প্রথমবার এই সম্মান পেলাম । এটা হয়তো আমাকে আরও ভালও খেলতে উদ্বুদ্ধ করবে ।"

ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি গোল্ডেন গ্লাভস । তবে তা পেয়েও সন্তুষ্ট নন বিশাল । কারণ তিনি জানেন, দল সফল না হলে এই স্বীকৃতির মূল্য থাকবে না । "গোল্ডেন গ্লাভস পেয়ে আমি সন্তুষ্ট নই । আমার সামনে এখন দুটি লক্ষ্য । প্রথমত, শেষ দুটো ম্যাচ জিতে নিজে অপরাজিত থাকা । দ্বিতীয়ত, দুটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া । সেই লক্ষ্যেই সোমবার মাঠে নামব । ট্রফি না পেলে এই সম্মানের কোনও দাম নেই আমার কাছে", বলছেন বিশাল কাইথ ।

আইএসএলে সেরা গোলরক্ষকের স্বীকৃতি । তাহলে কি মেরিনার্সদের লাস্ট লাইন অব ডিফেন্স জীবনের সেরা ফর্মে ? প্রশ্ন শুনেই মাথা নাড়ছেন বিশাল কাইথ । বলছেন, "গোল্ডেন গ্লাভস পেলেও আমি এখনও আমার সেরা ফর্মে পৌঁছতে পারিনি । আমার লক্ষ্য আরও ভাল খেলা । আমি অনেক গোল বাঁচিয়েছি বলে খুব হইচই হচ্ছে । কিন্তু মনে করি, গোলরক্ষকের কাজই হল গোল অক্ষত রাখা । আমি সেই কাজটাই করেছি মাত্র ৷ এর জন্য আমি কৃতজ্ঞ দলের সতীর্থ এবং কোচেদের কাছে । তাঁদের জন্যই আমি এই সম্মান পেয়েছি । আমার পাওয়া সম্মান আমি ওঁদেরই উৎসর্গ করতে চাই ।" সেরা সেভ কোনটা ? "আমার মতে গত বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালের শুরুর দিকে কিয়ানিসের যে হেডটা ডানদিকে ঝাঁপিয়ে সেভ করেছি, ওটাই এই মরশুমে আমার করা সেরা সেভ । ওই বলটা বেশ কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল আমাকে ।" বিশাল কাইথের আত্মবিশ্বাসী মনোভাব সাজঘরের মানসিকতা উঁচু তারে বেঁধে দেয় । যা প্রতিফলিত হয় মাঠে ।

আরও পড়ুন : দ্বিতীয় গোলটাই সেরা বলছেন কিয়ান নাসিরি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.